বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ছাত্রলীগের বাধার মুখে ইবির নিয়োগ পরীক্ষা স্থগিত

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগের নেতা-কর্মীদের বাধার মুখে নিয়োগ পরীক্ষা বন্ধের ঘটনা ঘটেছে। গতকাল সকালে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অফিস সহকারী কাম-কম্পিউটার টাইপিস্ট পদের নিয়োগের টাইপিং দক্ষতা পরীক্ষা শুরু করতে গেলে নেতা-কর্মীদের বাধার মুখে পড়ে কর্তৃপক্ষ। এ ছাড়া চাকরিপ্রার্থীদের পরীক্ষার কক্ষ  থেকে জোরপূর্বক সরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। ফলে নিয়োগ বোর্ড বন্ধ করা হয়। এ ঘটনায় বিকাল ৫টায় অনিবার্য কারণ দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য বোর্ড স্থগিতের বিজ্ঞপ্তি দেয় কর্তৃপক্ষ। একই সঙ্গে আগামী ২৪ ও ২৬ ডিসেম্বর পূর্বনির্ধারিত আইকিউএসি ও ফাইন আর্টস বিভাগ ও মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের একই পদের টাইপিং দক্ষতা পরীক্ষাও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়।

জানা যায়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অফিস সহকারী কাম-কম্পিউটার টাইপিস্ট হিসেবে একটি পদের বিপরীতে ২৬৬ জনকে টাইপিং দক্ষতা পরীক্ষায় আহ্বান করা হয়। সকাল সাড়ে ৯টায় পরীক্ষার সময় দেওয়ায় প্রার্থীরা নির্ধারিত সময়ের আগেই পরীক্ষাস্থল ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনে উপস্থিত হন। ক্যাম্পাস সূত্রে জানা যায়, বুধবার সকালে পরীক্ষার জন্য রেজিস্ট্রার পরীক্ষাস্থলে গেলে তাকে বাধা দেন ছাত্রলীগের চাকরিপ্রত্যাশী সাবেক ও বর্তমান কিছু নেতা-কর্মী। এতে রেজিস্ট্রার ফিরে যান। একই সঙ্গে প্রার্থীদেরও চলে যেতে বলেন। পরে তারা বিকাল পর্যন্ত অপেক্ষা করে চলে যান। অভিযোগের বিষয়ে ছাত্রলীগের একটি অংশ জানায়, বর্তমান উপাচার্য ছাত্রলীগের মধ্যে অনেক যোগ্য প্রার্থী থাকলেও নিয়োগ না দিয়ে তার পছন্দের প্রার্থীকে নিয়োগ দিচ্ছে। এর প্রতিবাদ জানিয়ে পরীক্ষা বন্ধ করা হয়েছে। ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ‘যারা পরীক্ষা স্থগিত করেছেন তারা ছাত্রলীগের সাবেক নেতা-কর্মী। বর্তমান কমিটির কেউ সেখানে ছিলেন না।’ উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘কিছু ছাত্র নামধারী দুষ্কৃতিকারী বাধা দেওয়ায় আমরা পরীক্ষা স্থগিত করেছি।’

সর্বশেষ খবর