বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ব্যবসা হলে কর দিব : কাউছ মিয়া

নিজস্ব প্রতিবেদক

ব্যবসা হলে কর দিব : কাউছ মিয়া

সেরা করদাতার সম্মাননা গ্রহণ করেন কাউছ মিয়া -বাংলাদেশ প্রতিদিন

হাকিমপুরী জর্দার স্বত্বাধিকারী মো. কাউছ মিয়া বলেছেন, ‘আমার ব্যবসা হলে কর দিব। ব্যবসা না হলে দিতে পারব না। তবে জানি না, কতদিন ব্যবসা ভালো হবে। যদি কখনো খারাপ হয়ে যায়, তখন আর কর দিতে পারব না।’

গতকাল রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে ট্যাক্সকার্ড ও সম্মাননা গ্রহণ শেষে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এসব কথা বলেন। মো. কাউছ মিয়ার হাতে ট্যাক্সকার্ড ও সম্মাননা তুলে দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল । কাউছ মিয়া বলেন, ‘আমরা তো আর থাকব না। বয়স হয়েছে। এখন আছি, আল্লাহ বাঁচায় রাখছে। দেশও আগের চেয়ে ভালো আছে।’ মো. কাউছ মিয়া ২০২১-২২ করবর্ষে ‘সিনিয়র সিটিজেন ক্যাটাগরিতে সেরা করদাতার সম্মাননা পেয়েছেন। আগের কয়েক বছর তিনি ব্যবসায়ী শ্রেণিতে সেরা করদাতা নির্বাচিত হয়েছিলেন। গত বছর মুজিব বর্ষের সেরা করদাতাও নির্বাচিত হয়েছিলেন কাউছ মিয়া। এজন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তাকে এ সম্মাননা দিয়েছিল। কাউছ মিয়া ৬১ বছর ধরে কর দিয়ে আসছেন। ১৯৫৮ সালে প্রথম কর দেন তিনি। এর আগে ১৯৬৭ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে এক নম্বর করদাতা হয়েছিলেন জর্দা ব্যবসায়ী কাউছ মিয়া।

সর্বশেষ খবর