বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বিনিয়োগকারীদের সাহস দেখাতে হবে

-শিবলী রুবাইয়াত

বিনিয়োগকারীদের সাহস দেখাতে হবে

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, অচলায়তন ভাঙার জন্য বিনিয়োগকারীদের সাহসের সঙ্গে পুঁজিবাজারে নামতে হবে। নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আমরা শুধু চেষ্টা করে যাচ্ছি। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে পুঁজিবাজারের সার্বিক অবস্থা নিয়ে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিএসইসি চেয়ারম্যান বলেন, বাজার তোলার জন্য রেগুলেটর একাই চেষ্টা করে যাচ্ছে। যদি বিনিয়োগকারীরা সাহসের সঙ্গে নেমে আসেন তাহলেই এ অচলায়তনটা ভেঙে যাবে। আমাদের পুঁজিবাজারে কোনো সমস্যা নেই। সমস্যা হলো এক্সটার্নাল। সেই সমস্যার জন্য আমরা ভুগছি। অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, শুধু পুঁজিবাজারেই নয়, ডলারের দাম বাড়ার কারণে সব জায়গায়ই একটা খরাভাব চলে এসেছে। ব্যাংকিং খাতেও একটু খরা চলছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও একটু বেড়েছে। মূল্যস্ফীতি ৭ থেকে ৮ শতাংশে পৌঁছেছে। সবকিছু মিলিয়ে মানুষের হাতে টাকা-পয়সা কিছুটা কম। ব্যাংকিং খাতেও তারল্য স্বল্পতা আছে। যে কারণে ব্যাংকিং খাতের এক্সপোজার আগে যেখানে ২৫ শতাংশ ছিল এখন তা ১২ থেকে ১৩ শতাংশে নেমে এসেছে। বিএসইসি চেয়ারম্যান আরও বলেন, সব চাপ শুধু আমাদের ওপর দিয়েই যাচ্ছে। এটা কেউ বুঝতে চায় না। আমরা তো আর টাকা-পয়সা লেনদেন করি না। আমরা রেগুলেটর। আমরা যতটুকু পারি নীতি ও পরিকল্পনা সহায়তা দিয়ে যাচ্ছি। তারপরও সবাই আমাদেরই দোষারোপ করেন। কারণ আমরা কাজ করি, দোষ আমাদেরই হবে। সবাই যদি সচল হয় তাহলে কিন্তু আজকে এ সমস্যাটা আর থাকে না। আজ থেকে (গতকাল) একটা মোমেনটার্ম আসতেছে। দেখা যাক নতুন বছর কি হয়।

সর্বশেষ খবর