বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

কালারসের শিল্পের পসরা

সাংস্কৃতিক প্রতিবেদক

কালারসের শিল্পের পসরা

বিশ্ববিদ্যালয় জীবন থেকেই ওরা একে অন্যের সহপাঠী ও সঙ্গী। চারুকলার একই ব্যাচের শিক্ষার্থী তারা। শিল্পের আঙিনায়ও তাদের সেই বন্ধুত্ব ও শিল্পের লেনাদেনা এখনো চলমান। জীবনের প্রয়োজনে সবাই আলাদা হয়ে গেলেও শিল্পের রঙে নিজেদের রাঙাতে এবং শিল্প ও নিজেদের বন্ধুত্ব গতিশীল করে রাখার লক্ষ্যে তারা গঠন করেছেন শিল্পের সংগঠন ‘কালারস’। এ সংগঠনটি রাজধানীতে নিয়মিত প্রদর্শনীর আয়োজন করে চলেছে। প্রতিটি প্রদর্শনীতেই শিল্পের চর্চায় তাদের দলীয় প্রচেষ্টা লক্ষণীয়। নিয়মিত আয়োজনের অংশ হিসেবে রাজধানীর লালমাটিয়ার শিল্পাঙ্গন গ্যালারিতে চলছে কালারসের নয় নারী শিল্পীর ব্যতিক্রমী প্রদর্শনী। চিত্রকর্ম, ভাস্কর্য, টেরাকোটাসহ নানা ধরনের শিল্পকর্ম স্থান পেয়েছে এ প্রদর্শনীতে। প্রতিষ্ঠার ছয় বছরে এ পর্যন্ত ‘কালারস’ আটটি প্রদর্শনীর আয়োজন করেছে। এটি তাদের নিয়মিত আয়োজনের নবম আসর। প্রদর্শনীতে অংশ নেওয়া কালারসের নয় নারী শিল্পী হলেন- রিফাত জাহান কান্তা, শায়লা আখতার, মুক্তি ভৌমিক, মর্জিয়া বেগম, ফারজানা ইসলাম মিল্কী, ফারহানা আফরোজ, রেহানা ইয়াসমিন, রেবেকা সুলতানা ও মনিরা সুলতানা। ৩৪টি চিত্রকর্ম, ১৫টি ভাস্কর্য, ৫টি টেরাকোটার কাজ, ৩টি মুখোশ- এই ৫৭টি শিল্পকর্ম দিয়ে সাজানো হয়েছে প্রদর্শনী।

গতকাল ছিল এ প্রদর্শনীর ১২তম দিন। এদিন বিকালে প্রদর্শনীর গ্যালারি প্রাঙ্গণে শিল্পরসিকদের আনাগোনা ছিল উল্লেখ করার মতো। পৌষের হাড়কাঁপানো শীতের তীব্রতা উপেক্ষা করেও গ্যালারি প্রাঙ্গণে ছুটে আসেন দর্শনার্থীরা। আর শিল্পকর্মের সঙ্গে সেলফি তুলে শিল্পের সঙ্গে স্মৃতিময় হয়ে থাকার চেষ্টাও লক্ষণীয় ছিল শিল্পরসিক দর্শকদের মাঝে। রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা থেকে শিল্পের টানে শিল্পাঙ্গনে ছুটে আসেন এম জহিরুল ইসলাম। গভীর মনোযোগের সঙ্গে প্রতিটি শিল্পকর্মের সৌন্দর্য উপভোগের পাশাপাশি সেগুলোর সামনে দাঁড়িয়ে সেলফোনের ক্যামেরায় সেলফি তুলতেও কার্পণ্য করেননি         এই শিল্পরসিক। কথা প্রসঙ্গে এম জহিরুল ইসলাম বলেন, ‘এ প্রদর্শনীতে এসে কী যে ভালো লাগছে ভাষায় প্রকাশ করতে পারব না। রাজধানীতে এ ধরনের প্রদর্শনী আরও বেশি বেশি করে হওয়া উচিত বলেই আমি মনে করি। তিন ছেলেকে নিয়েই এ প্রদর্শনীতে আসার কথা ছিল। কিন্তু হঠাৎ করে চলে এলাম বলে ছেলেদের আনতে পারিনি। যেহেতু ৫ তারিখ পর্যন্ত প্রদর্শনী চলবে তাই শেষ দিন সপরিবারে আসব।’ প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত শিল্পানুরাগীদের জন্য খোলা থাকছে প্রদর্শনীর গ্যালারি। আগামীকাল শেষ হবে এ প্রদর্শনী। ২৩ ডিসেম্বর রাজধানীর লালমাটিয়ার শিল্পাঙ্গনে দলীয় এ প্রদর্শনীর উদ্বোধন করেন চিত্রশিল্পী ও নাট্যব্যক্তিত্ব আফজাল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন বরেণ্য শিল্পী বীরেন সোম। স্বাগত বক্তব্য দেন শিল্পাঙ্গনের পরিচালক রুমী নোমান। শুভেচ্ছা বক্তব্য দেন কালারসের সাধারণ সম্পাদক রিফাত জাহান কান্তা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর