কুমিল্লা নগরীর মোগলটুলীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষকালে মাহবুব হোসেন মান্না (২৩) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর সুজা বাদশা মসজিদের অদূরে এ ঘটনা ঘটে। মাহবুব হোসেন মান্না নগরীর গাংচর চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা। স্থানীয়দের বরাত দিয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরান হোসেন বলেন, দুই গ্রুপের সংঘর্ষের সময় প্রতিপক্ষ মান্নাকে ছুরিকাঘাত করে। প্রথমে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ভোর ৪টায় মান্না মারা যান। পুলিশ কর্মকর্তা কামরান আরও বলেন, নিহত মান্না একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একটি ডাকাতি ও মাদক আইনে তিনটি মামলা আছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ কয়েকজনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।