বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ঢাকার পরিবর্তে ফ্লাইট নামল সিলেটে

নিজস্ব প্রতিবেদক, সিলেট

ঘন কুয়াশার কারণে দোহা ও দাম্মাম থেকে ছেড়ে আসা দুটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে অবতরণ করেছে সিলেটে। কাতারের দোহা থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইনস ও সৌদি আরবের দাম্মাম থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট গতকাল সকালে সিলেটস্থ ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরে ফ্লাইট দুটি ঢাকায় পৌঁছায়। ইউএস-বাংলা এয়ারলাইনসের ওসমানী বিমানবন্দর অফিসের কর্মকর্তা বেলায়েত আলী লিমন জানান, দোহা থেকে ছেড়ে আসা ফ্লাইটটি শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে গন্তব্যে যেতে না পেরে সকাল ৮টা ২০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটে ১৪০ যাত্রী ছিলেন। কুয়াশা কেটে আকাশ পরিষ্কার হলে সকাল ১০টা ২০ মিনিটে ফ্লাইটটি সিলেট থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট অফিসের কন্ট্রোলার বোরহান উদ্দিন জানান, দাম্মাম থেকে ছেড়ে আসা ফ্লাইট কুয়াশার কারণে ঢাকার পরিবর্তে সকাল সোয়া ১০টার দিকে ওসমানীতে অবতরণ করে। প্রায় আধঘণ্টা পর ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ওসমানী থেকে উড্ডয়ন করে।

সর্বশেষ খবর