বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

লুঙ্গি ধুতে দেরি হওয়ায় চুল কেটে তালাক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

এতিমখানায় থাকার সময় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আমির উদ্দিন ও জরিনা খাতুনের মধ্যে। এরপর বিয়ে করেন। কিন্তু সেই প্রেমের বিয়ে টিকল না এক বছরও। গোসলের পর লুঙ্গি ধুতে দেরি হওয়ায় স্ত্রীকে নির্যাতন, মাথার চুল কেটে তালাকনামায় স্বাক্ষর নিয়েছেন আমির। মঙ্গলবার বাঘা উপজেলার উত্তর গাঁওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আমির উদ্দিন বাঘা পৌর এলাকার উত্তর গাঁওপাড়া গ্রামের ছামির উদ্দিনের ছেলে। জরিনা খাতুন লালপুর উপজেলার উমরপুর গ্রামের হারেজ উদ্দিনের মেয়ে। চিকিৎসাধীন জরিনা খাতুন বলেন, ‘আমি সরেরহাট এতিমখানায় ছিলাম। সেখানে আমিরের সঙ্গে আমার প্রেম হয়। দুজনের সম্মতিতে পরে তা বিয়েতে গড়ায়। কিন্তু বিয়ের পর থেকেই সংসারে অশান্তি লেগে ছিল। কারণে অকারণে মারধর করা হতো আমাকে। এমনকি মারধর করে মাথার চুল কেটে ভয়ভীতি দেখিয়ে কাজি অফিসে গিয়ে জোর করে তালাক নিয়েছেন আমির।’ স্বজনরা বলছেন, জরিনাকে প্রায়ই মারধর করতেন আমির উদ্দিন। রবিবার গোসলের পর আমিরের লুঙ্গি ধুতে দেরি হওয়ায় স্ত্রীকে মারধর করে মাথার চুল কেটে দেন। জরিনা খাতুনের বোন চাম্পা বেগম বলেন, ‘আমার বাবা অত্যন্ত দরিদ্র মানুষ। দুঃখকষ্ট করেও বোনকে স্বামীর সংসার করাতে চেয়েছিলাম। কিন্তু বোনের কপালে তা আর হলো না। বোনকে নিয়ে থানায় গিয়েছিলাম।

আগে চিকিৎসা নিয়ে পরে থানায় যেতে বলেছে পুলিশ। তাই বোনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ‘আমির উদ্দিনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ নিয়ে এক নারী থানায় এসেছিলেন। কিন্তু ওই সময় অসুস্থ থাকায় প্রথমে তাকে চিকিৎসা নিতে বলা হয়েছে। তিনি একটু সুস্থ হয়ে অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর