রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

চট্টগ্রামে বসতঘরে বন্যহাতির তান্ডব

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের তিনটি বসতঘরে তান্ডব চালিয়েছে বন্যহাতির দল। এ সময় ঘরে থাকা নারী-পুরুষ আতঙ্কে ঘরের ছাদে উঠে কোনো রকমে নিজেদের রক্ষা করেন। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান কেএম সালাউদ্দীন কামাল জানান, হাতিগুলো বাণীগ্রাম এলাকার রণধীর চৌধুরী, হরি দে ও বৈলগাঁও গ্রামের আবদুল মুবিনের               বসতঘরে দরজা-জানালা ভাঙচুর করেছে। এর আগেও হাতি সাধনপুর পাহাড়ি এলাকা থেকে লোকালয়ে এসে ধান, চাল, বসতবাড়ির ক্ষতি করেছে। হাতির আক্রমণে ৪ জন মারা যাওয়ার ঘটনাও ঘটেছিল। স্থানীয় বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানান, মূলত খাবারের সংকটের কারণে বন্যহাতিরা এভাবে লোকালয়ে আসে। এর আগেও ২/১ বার এমন ঘটনা ঘটেছিল।

সর্বশেষ খবর