রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

মুদ্রানীতি ঘোষণা আজ

নিজস্ব প্রতিবেদক

চলতি ২০২২-২৩ অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করা হবে আজ। বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে বেলা আড়াইটায় মনিটরি পলিসি স্টেটমেন্ট বা মুদ্রানীতি প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, বিএফআইইউর প্রধান কর্মকর্তা, চিফ ইকোনমিস্ট, গবেষণা বিভাগের পরিচালক এবং কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও সহকারী মুখপাত্ররা উপস্থিত থাকবেন। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের মুদ্রানীতিতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির হার বা মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশের ঘরে রাখার লক্ষ্য থাকতে পারে। বৈদেশিক মুদ্রার সরবরাহ নিশ্চিত করতে রপ্তানি আর প্রবাসী আয় বাবদ দেশে আসা ডলারের দরের ব্যবধান কমিয়ে আনার ঘোষণা থাকতে পারে। যদিও বর্তমানে মূল্যস্ফীতির হার ৮ দশমিক ৫ শতাংশের বেশি। এ ছাড়া নতুন ঋণ বিতরণের ক্ষেত্রে গুরুত্ব পাবে শিল্প ও কৃষি খাত। বাংলাদেশ ব্যাংক থেকে তফসিলি ব্যাংক যে টাকা ধার করে তার সুদহারও (রেপো) বাড়তে পারে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর