কুমিল্লার চান্দিনায় মো. আশিকুর রহমানের মৃত্যুর প্রতিবাদে ও দোষীদের শাস্তি দাবিতে তার লাশ নিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল বিকালে পৌর এলাকার মহারং জামে মসজিদের সামনের সড়কে ওই মানববন্ধন করেন তারা। মানববন্ধনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এতে উপস্থিত ছিলেন- নিহত আশিকের মা আয়েশা বেগম, এলাকার মো. শাহজাহান, মো. মিজানুর রহমান, তাজুল ইসলাম, কুলসুম আক্তার, মো. হানিফুর রহমান, তানভীর আহমেদ, মো. জাহাঙ্গীর আলম, আবু ইউসুফ, নুরুল ইসলাম, মো. জালাল প্রমুখ। এ সময় নিহতের মা আয়েশা বেগম বলেন- ‘আমার ছেলেকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি হত্যাকান্ডের বিচার চাই।’
উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে চান্দিনা পশ্চিম বাজার সংলগ্ন দেবিদ্বারের বাগুর সীমান্তে চোর সন্দেহে আশিকুর রহমানকে গণপিটুনি দেয় স্থানীয়রা। এরপর শনিবার তার মৃত্যু হয়।