শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

পুলিশের প্রশিক্ষণ সুপারভিশন পেশাদারিত্ব বাড়াতে হবে

------ নূর মোহাম্মদ

পুলিশের প্রশিক্ষণ সুপারভিশন পেশাদারিত্ব বাড়াতে হবে

মানব পাচার ঠেকাতে পুলিশের প্রশিক্ষণ, সুপারভিশন এবং পেশাদারিত্ব বাড়ানোর তাগিদ দিয়েছেন সাবেক আইজিপি নূর মোহাম্মদ। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের এ অঞ্চলে আগে চুরি, ডাকাতি, ছিনতাই এমন সব প্রথাগত অপরাধ সংঘটিত হতো। এখন সময় যত যাচ্ছে, অ্যাডভান্স হচ্ছি, প্রযুক্তির ব্যবহার বাড়ছে, অপরাধের ধরনও ততই পাল্টাচ্ছে। এ অপরাধীদের সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেশি আপডেট থাকতে হবে। নিত্য নতুন অপরাধে জড়িতদের থেকে পুলিশকে বেশি স্মার্ট হতে হবে। এ স্মার্ট হওয়ার জন্য তাদের যথাযথ প্রশিক্ষণ বাড়াতে হবে, সুপারভিশন বাড়াতে হবে এবং নিজেদের মধ্যে পুরোপুরি পেশাদারিত্ব নিয়ে আসতে হবে। নূর মোহাম্মদ বলেন, মানব পাচার সব সময় হয়ে আসছে। এখন ধরন বা রকম একটু পরিবর্তন হচ্ছে। এখন আমরা ল্যাপটপ নিয়ে ঘুরি, মোবাইল নিয়ে ঘুরি। এগুলোতে কার কত ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে, তা বোঝা কিন্তু খুব কঠিন। আরেকটা হলো- অপরাধীদের সঠিকভাবে ট্র্যাক করা। ট্র্যাক করার জন্য ইন্টারসেভ করা। অপরাধীরা কোথায় যাচ্ছে, কী করছে, তাদের গতিবিধি ভালোভাবে ইন্টারসেভ করা। এগুলোই অপরাধ নিয়ন্ত্রণে আমাদের পথ দেখাবে। সব কাজের মধ্যে আমাদের তৃণমূল পর্যায়ে যারা কাজ করেন অর্থাৎ যারা তদন্তকারী, তাদের কাজটা পেশাদারিত্বের সঙ্গে হচ্ছে কি না তা দেখা। এ ছাড়া সিনিয়র কর্মকর্তাদের নিবিড় সুপারভিশন রাখা। এতে অপরাধের মাত্রা কমিয়ে আনা যাবে।

পুলিশের সাবেক এ মহাপরিদর্শক বলেন, এ কাজগুলো দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর পুলিশ করছে। অপরাধীরা ধরাও পড়ছে। যারা ধরা পড়ছে তাদের কাছ থেকে আরও তথ্য নিয়ে সেগুলো আপডেট করতে হবে। দেখছি কিছু অপরাধে বিমানবন্দরের লোকজন জড়িত। বিমানবন্দর থেকে নিয়ে যাচ্ছে দুবাই, সেখান থেকে নিয়ে যাচ্ছে ইরান। এটা কিন্তু র‌্যাকেট। অপরাধীরা ধরা পড়লে চিহ্নিত করা যায় ট্রেন্ডটা কোনো দিকে। কারা জড়িত, কোন প্রকৃতিতে জড়িত তা চিহ্নিত করা যায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর