রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

হামলা-ভাঙচুরে ১২০০ জনকে আসামি করে মামলা

দিনাজপুর প্রতিনিধি

জমি নিয়ে বিরোধে ঘোড়াঘাট শহরের খোদাদাতপুর গ্রামের চুনিয়াপাড়ায় ঘরবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ১ হাজার ২০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত শুক্রবার রাতে ঘোড়াঘাট ইউনিয়নের গ্রামপুলিশ সুশীলচন্দ্র দাস বাদী হয়ে এ মামলা করেন।

ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির বলেন, আসামিদের শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে গতকাল সকালে খোদাদাতপুর গ্রামে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও গ্রামের দুই পক্ষের লোকজন নিয়ে একটি শান্তিপূর্ণ বৈঠক হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এর আগে জোড়া খুনের ঘটনায় এ পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে এবং একজন পলাতক রয়েছে।  দুপুরে পুলিশের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তসহ আশপাশের অসহায়-দুস্থদের মাঝে ৩০০ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ নিরঞ্জন সরকার বলেন, গতকাল ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করে দেখা গেছে, ছোট-বড় মিলে ৩৮টি ঘরবাড়িতে বৃহস্পতিবার বিকালের দিকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে আনুমানিক ৩২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সর্বশেষ খবর