চুয়াডাঙ্গার খাদ্য গুদামের ট্রাকে গমের বস্তায় মিলেছে বালি ও বড় পাথরের টুকরো। গতকাল দুপুরে ট্রাক থেকে গমের বস্তা নামানোর সময় এসবের অস্তিত্ব পাওয়া যায়। তাৎক্ষণিক ঘটনা অনুসন্ধানে তদন্ত কমিটি করা হয়েছে।
জানা গেছে, ভোরে খুলনা থেকে গমবোঝাই ছয়টি ট্রাক চুয়াডাঙ্গার জেলা খাদ্য গুদামে এসে পৌঁছায়। দুপুরে গম নামানোর সময় প্রথমে একটি ট্রাকে পাওয়া যায় ছয়টি বালির বস্তা। পরে ছয়টি ট্রাকে তল্লাশি চালিয়ে ২৮টি বালির বস্তা ও চারটি বড় আকারের পাথরের টুকরো পাওয়া যায়।
চুয়াডাঙ্গা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ‘সরকারি বিভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচির ৩০০ টন গম চুয়াডাঙ্গায় বরাদ্দ হয়েছে। এই চালানে ১০০ টন গম ভোরে এসে পৌঁছায়। এরপর ট্রাকে ভর্তি গমের পরিমাণ নির্ণয় করে নামানো শুরু হয়। একপর্যায়ে ট্রাকের ভিতর থেকে পাওয়া যায় ছয়টি বালির বস্তা। ধারণা করা হচ্ছে, ট্রাক থেকে গম চুরি করে ওজন ঠিক রাখতে বালি ও পাথর দিয়ে তা সমন্বয়ের চেষ্টা করা হয়েছে।’জেলা খাদ্য নিয়ন্ত্রক এ কে এম শহীদুল ইসলাম বলেন, ‘খুলনার ৪ নম্বর ঘাট থেকে গম ট্রাকে তোলা হয়েছিল। সেখান থেকে বালির বস্তা ট্রাকে তোলার কোনো সুযোগ নেই। রাস্তার মধ্য থেকে কারসাজি হয়ে থাকতে পারে।’ শহীদুল ইসলাম আরও বলেন, ‘তবে বিষয়টি অস্বীকার করেছে ওই ছয় ট্রাকের চালক ও সহকারীরা। তাদের দাবি, রাস্তার মধ্যে কোথাও মালামাল নামানো-ওঠানোর ঘটনা ঘটেনি। খুলনা থেকে সরাসরি চুয়াডাঙ্গায় এসেছেন তারা।’