বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ছয় মাস কারাভোগ শেষে ১১ জেলে দেশে ফিরেছেন

বরগুনা প্রতিনিধি

গভীর সমুদ্রে মাছ ধরার সময় ইঞ্জিন বিকল হয়ে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে ভারতের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার ১১ জেলে ছয় মাস কারাভোগ শেষে দেশে ফিরেছেন। ফিরে আসা জেলেরা হলেন- আলী হোসেন, সামছুল হক, আবদুল জলিল মিয়া, নবী হোসেন, খলিল মীর, ফারুক মীর, মুছা, রুবেল, রুস্তম, হারুন ও হাফিজুর রহমান। জেলেদের বাড়ি বরগুনার পাথরঘাটার চরদুয়ানী এলাকায়। গতকাল সকাল ৬টায় ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন জেলেরা। বিকালে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানি গ্রামের নিজ নিজ বাড়িতে পৌঁছেন জেলেরা। দীর্ঘ ছয় মাস কারাভোগের পর দেশে ফিরে স্বজনদের কাছে পেয়ে চরদুয়ানি এলাকায় তৈরি হয় এক আনন্দঘন পরিবেশ। ২০২২ সালের ১৫ আগস্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে এফবি ফাতেমা নামের একটি মাছ ধরা ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে ভারতের জলসীমায় প্রবেশ করে। এ সময় ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা এলাকার ছোট মোল্লাখালী কোস্টাল এলাকা থেকে ট্রলারসহ আটক ১১ জেলেকে ভারতের পুলিশের কাছে হস্তান্তর করে সেখানের স্থানীয় জেলেরা। ২০২২ সালের ১৬ আগস্ট তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জেলেদের ফিরে আসার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতে থাকা জেলেদের ফিরিয়ে আনার জন্য একাধিকবার ভারতে গিয়েছি। তারা ফিরে আসায় পাথরঘাটার জেলেদের মধ্যে স্বস্তি বিরাজ করছে। পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার বলেন, দীর্ঘ অপেক্ষার পর জেলেরা ফিরে এসেছে এটা স্বস্তির খবর। জেলেদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হয়েছে। সব জেলে পরিবারকে বরগুনা জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তাসহ সব সহযোগিতায় করা হয় বলে তিনি উল্লেখ করেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর