বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বাউল আখড়ায় হামলা অগ্নিসংযোগ লুটপাট

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি মুসলিমপাড়ায় ফকির মুনতাজ শাহর মাজার শরিফ নামে একটি বাউল আখড়ায় হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাতে হামলার সময় মাজারের সোলার ব্যাটারি, ত্রিপল, দান বাক্স, বৈদ্যুতিক বাতিসহ মালামাল লুট করার অভিযোগ তোলা হয়েছে।

মাজার কমিটির সভাপতি আবদুর রাজ্জাক বলেন, মঙ্গলবার রাতে তিনিসহ কয়েকজন মাজার সংলগ্ন এলাকায় চা পান করতে যান। এ সময় অজ্ঞাত ব্যক্তিরা মাজারে ঢুকে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, ঘটনার পর এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েন। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহব্বুর রহমান জানান, ঘটনা জানার পর পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। দোষীদের আটকের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর