বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

চিকিৎসকের চেম্বারে বিশাল অজগর

বাগেরহাট প্রতিনিধি

চিকিৎসকের চেম্বারে বিশাল অজগর

বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন-সংলগ্ন তাফালবাড়ি বাজারে এক দন্ত চিকিৎসকের চেম্বার থেকে ৮ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সুন্দরবন থেকে খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে আসা বিশালাকৃতির ওই অজগরটি গতকাল দুপুরে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও সুন্দরবন সুরক্ষায় নিয়োজিত সিপিজির স্বেচ্ছাসেবকরা উদ্ধার করেছেন। বিকালে সাপটি সুন্দরবনের শরণখোলা রেঞ্জে অবমুক্ত করা হয়েছে। বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের স্বেচ্ছাসেবক শেখ নাজমুল জানান, গতকাল দুপুরে খবর আসে শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ি বাজারের দন্ত চিকিৎসক মো. খানজাহান বাহাদুরের মুক্তা ডেন্টাল ক্লিনিকে একটি বিশাল অজগর সাপ দেখা গেছে।

খবর পেয়ে সুন্দরবন সুরক্ষায় নিয়োজিত সিপিজির স্বেচ্ছাসেবক মো. মনির মোল্লাকে সঙ্গে নিয়ে ওই অজগরটি উদ্ধার করা হয়। বিকালে সুন্দরবনের বনরক্ষীদের সহায়তায় শরণখোলা রেঞ্জের বনে অজগরটি অবমুক্ত করা হয়েছে। সুন্দরবন থেকে খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে চিকিৎসকের চেম্বারে অবস্থান নেওয়া ৮ ফুট দৈর্ঘ্যরে এই অজগর সাপটির ওজন প্রায় ৭ কেজি।

সর্বশেষ খবর