সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

অভিজ্ঞতার বাইরে চলে যাচ্ছে কোনো কোনো ঘটনা

-------- ড. আতিক রহমান

অভিজ্ঞতার বাইরে চলে যাচ্ছে কোনো কোনো ঘটনা

জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক বিশেষজ্ঞ ড. আতিক রহমান বলেন, জলবায়ু পরিবর্তনের কোনো কোনো ঘটনা মানুষের অভিজ্ঞতার একটু বাইরে চলে যাচ্ছে। জলবায়ু পরিবর্তন বলতে সামগ্রিকভাবে জলবায়ুর যে চরম অবস্থা তাকে বোঝানো হয়। যখন জলবায়ু চরম আকার ধারণ করে বিশেষ করে তাপমাত্রা বেশি বৃদ্ধি পায় বা তাপমাত্রা অতিরিক্ত কমে যায়, অতিরিক্ত আর্দ্রতা হয় সে অবস্থার সঙ্গে মানুষ ততটা অভ্যস্ত নয়। আর এটি মানুষের অভ্যস্ততার বাইরে চলে গেলে তা শুধু শারীরিক নয়, মানসিকভাবেও প্রভাব ফেলে। তিনি আরও বলেন, হঠাৎ করে ঝড়ে কারও বাড়ির ওপর একটি গাছ পড়ে গেলে বোঝা যায় কিন্তু এর বদলে যদি চারটি গাছ কারও বাড়ির ওপর পড়ে তা ভেঙে যায় তখন মানুষ হতবাক হয়ে পড়ে। এটি তখন মানুষের অভিজ্ঞতার বাইরে চলে যায়। এ অবস্থায় যে যার ধর্মীর জায়গা থেকে নিরাপত্তার জন্য যার যার সৃষ্টিকর্তার কাছে সাহায্য চান। কিন্তু বাস্তবে এটি চরম অবস্থায় চলে যায়। মানুষ তখন চিন্তা করে এটা কী হলো এবং কতদিন এ অবস্থায় তাকে থাকতে হবে। তখন মানুষ এক ধরনের অনিশ্চিয়তার মধ্যে থাকে। এই পরিবর্তনে আগে থেকে তার কোনো প্রস্তুতিও থাকে না। তখন শারীরিক তো বটেই মানসিকভাবে চাপ তৈরি হয়। এ অবস্থায় মানুষ লাগাম পায় না, ফলে তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হয়।

সর্বশেষ খবর