সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

মেলায় নঈম নিজামের ‘খোয়াজ খিজিরের চশমা’

নিজস্ব প্রতিবেদক

মেলায় নঈম নিজামের ‘খোয়াজ খিজিরের চশমা’

অমর একুশে বইমেলায় এসেছে নঈম নিজামের নতুন বই ‘খোয়াজ খিজিরের চশমা’। বইটি প্রকাশ করেছে অন্বেষা প্রকাশন।

মেলায় আসার পর বইটি পাঠকদের নজর কেড়েছে বলে জানান প্রকাশক শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের কলাম পাঠক মহলে দারুণ জনপ্রিয়। তাঁর কলামের তথ্যভিত্তিক ও বিশ্লেষণধর্মী ৪১টি লেখা দিয়ে সাজানো হয়েছে ‘খোয়াজ খিজিরের চশমা’। এক বছর ধরে বাংলাদেশ প্রতিদিনে এই লেখাগুলো প্রকাশিত হয়েছে। বইটি স্টলে আসার পর থেকেই পাঠকরা সংগ্রহ করছেন। বইটির পাঠকপ্রিয়তা নিয়ে আমি অত্যন্ত আশাবাদী।’ ব্যাপক পাঠক চাহিদার কারণে কয়েক দিনের মধ্যে বইটির দ্বিতীয় সংস্করণ মেলায় আসবে বলে জানান প্রকাশক। সমকালীন রাজনীতি, অর্থনীতি, ইতিহাস ও সমাজ-সংস্কৃতির বিভিন্ন বিষয় উঠে এসেছে ‘খোয়াজ খিজিরের চশমা’য়। বাংলাদেশের স্বাধীনতার আগের ও পরের ইতিহাসের অনেক অজানা অধ্যায়ও এতে স্থান পেয়েছে। শাকীর এহসানুল্লাহর প্রচ্ছদে ২৪৬ পৃষ্ঠার এ বইয়ের দাম ৫৩৫ টাকা। বইটি পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণের অন্বেষা প্রকাশনের ১২ নম্বর প্যাভিলিয়নে। অন্বেষা প্রকাশন থেকে প্রকাশিত লেখকের আরও কয়েকটি বই পাওয়া যাচ্ছে মেলায়।

সর্বশেষ খবর