সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

স্কুলের জায়গা দখল করে আওয়ামী লীগ কার্যালয়

লালমনিরহাট প্রতিনিধি

স্কুলের জায়গা দখল করে আওয়ামী লীগ কার্যালয়

লালমনিরহাটে স্কুলের জায়গা দখল করে দলীয় কার্যালয় -বাংলাদেশ প্রতিদিন

সরকারি আদিতমারী জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজের জায়গা দখল করে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের আদিতমারী উপজেলা সদরের বুড়িরবাজারে। এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষ আদিতমারী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

শনিবার বিকালে আওয়ামী লীগের এ দলীয় কার্যালয় নির্মাণের কাজ শুরু করা হয়েছে। গতকাল দুপুর পর্যন্ত কাজ চললেও স্থানীয়দের তোপের মুখে দুপুরের পর থেকে নির্মাণকাজ বন্ধ রয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন উপজেলার সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা বলছেন, কোমলমতি শিক্ষার্থীরা লেখাপড়া করে এমন স্পর্শকাতর জায়গায় দলীয় কার্যালয় স্থাপন অশোভনীয় কাজ। অভিযোগে জানা গেছে, সরকারি আদিতমারী জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজের নিজস্ব জায়গায় আদিতমারী উপজেলা আওয়ামী লীগের কার্যালয় নির্মাণকাজ শুরু করা হলেও এ ব্যাপারে কর্তৃপক্ষের কোনোরকম অনুমতি নেওয়া হয়নি। স্কুল কর্তৃপক্ষ দলীয় কার্যালয় নির্মাণকাজ বন্ধ করতে বললেও সংগঠনের নেতারা কোনো কর্ণপাত না করার অভিযোগ করেন তারা। পরে সরকারি জায়গায় দলীয় কার্যালয় বন্ধের বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন স্কুল কর্তৃপক্ষ। গতকাল দুপুরে সরেজমিন দেখা গেছে, সরকারি আদিতমারী জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজের বুড়িরবাজারের ভূমিতে ‘অস্থায়ী আওয়ামী লীগ দলীয় কার্যালয়’ সাইন বোর্ড টাঙিয়ে ঘর নির্মাণের কাজ চলমান। তবে সুশীল সমাজের প্রতিনিধিদের তোপের মুখে নির্মাণকাজ সাময়িক বন্ধ রয়েছে বলে জানান সেখানে অবস্থানরত কয়েকজন নির্মাণশ্রমিক। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি ও লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেনসহ স্থানীয় নেতা-কর্মীদের বিল বোর্ড সংবলিত ছবি রাখা হয়েছে। ইতোমধ্যে ঘরের সিঁড়ি দাঁড় করানোর পাশাপাশি কাঠের কাজও শেষপর্যায়ে রয়েছে। এ ব্যাপারে ভাদাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ বলেন, অস্থায়ী আওয়ামী লীগ দলীয় কার্যালয় নির্মাণের বিষয়ে তিনি কিছুই জানেন না। আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম বিষয়টি শুনেছেন জানিয়ে বলেন, যারা স্কুল কর্তৃপক্ষকে না জানিয়ে কাজটি করছে তারা ঠিক করেনি। আমি কাজ বন্ধ করতে বলেছি। সরকারি আদিতমারী জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক প্রধান শওকাত আরা সিদ্দিকা বলেন, প্রতিষ্ঠানের জায়গায় আমাদের না জানিয়ে জোরপূর্বক আওয়ামী লীগ দলীয় কার্যালয় নির্মাণের কাজ করছেন তারা। তিনি আরও জানান, প্রতিষ্ঠানের পক্ষ থেকে মৌখিকভাবে কাজ বন্ধের কথা বলা হলে তারা কোনো কর্ণপাত করেনি। এতে বাধ্য হয়ে প্রতিষ্ঠানের সভাপতি ও সংশ্লিষ্ট থানাকে অবগত করার জন্য লিখিত অভিযোগ দায়ের করেছি। আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুল ইসলাম অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়টি ইউএনও দেখবেন। এর বাইরে তিনি আর কোনো কথা বলতে রাজি হননি। সরকারি আদিতমারী জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও ইউএনও জি আর সারোয়ার এ বিষয়ে বলেন, বিষয়টি জানার পর কাজ বন্ধ করার জন্য ওসিকে বলা হয়েছে। তিনি আরও জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উল্লেখ্য, আদিতমারী উপজেলার গ্রামীণ ব্যাংক সংলগ্ন এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগ আদিতমারী উপজেলা শাখার দলীয় কার্যালয় রয়েছে। এ জায়গাটি আদিতমারী সরকারি কলেজের এবং অবৈধভাবে দখল করা। দলীয় কোন্দলের কারণে সমাজকল্যাণ মন্ত্রীর অনুসারীরা ওই কার্যালয়ে যাতায়ত করেন না। বর্তমানে ওই দলীয় কার্যালয়টি আওয়ামী লীগের বিদ্রোহীদের দখলে রয়েছে।

সর্বশেষ খবর