সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের কর্মবিরতি

সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার সাভারে একটি তৈরি পোশাক কারখানায় এক মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। গতকাল সকালে সাভারের উলাইল বাসস্ট্যান্ড সংলগ্ন এইচআর টেক্সটাইল মিলস লিমিটেডের কারখানার শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন। শ্রমিকরা জানান, ‘কয়েকদিন ধরে এইচআর টেক্সটাইল মিলস লিমিটেডের প্রায় ৫ হাজার শ্রমিক তাদের গত জানুয়ারি মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি করে আসছিলেন। তাদের দাবি না মানায় এবং কর্তৃপক্ষের গাফিলতির কারণে শ্রমিকরা  কারখানার ভিতরে অবস্থান কর্মবিরতি পালন করছেন।’ এ বিষয়ে এইচআর টেক্সটাইল মিলস লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, শ্রমিকদের এমন করতে কোনো ইস্যু প্রয়োজন হয় না। আমরা শ্রমিকদের ছুটি দিয়ে দিয়েছি। সেই সঙ্গে তাদের বেতনও দিয়ে দেওয়া হয়েছে।

গার্মেন্ট শ্রমিক ঐক্য ফোরামের সাভার উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রতন হোসেন মোতালেব বলেন, ‘কারখানাটিতে বেতন-ভাতা নিয়ে একটু সমস্যা হচ্ছে। কয়েক মাস ধরে কাজ একদম কম, যে কারণে এই সমস্যা তৈরি হয়েছে।’ শিল্প পুলিশ-১ এর উপ-পরিদর্শক কোরবান আলী বলেন, শ্রমিকরা জানুয়ারি মাসের বেতনের জন্য কর্মবিরতি পালন করেছেন। পরে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন দেওয়ার একটি নির্দিষ্ট সময় দিয়ে আজকের মতো ছুটি ঘোষণা করেছে। পরে শ্রমিকরা যে যার মতো বাসায় চলে গেছেন।

সর্বশেষ খবর