বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

আয়তন হারিয়েছে ৪৫১ বর্গকিলোমিটার

সুন্দরবনে কমেছে ৭৯ ভাগ সুন্দরী গাছ

নিজস্ব প্রতিবেদক, খুলনা ও বাগেরহাট প্রতিনিধি

আয়তন হারিয়েছে ৪৫১ বর্গকিলোমিটার

সুন্দরবন, দেশের অক্সিজেনের অফুরন্ত ভাণ্ডার। সুন্দরবন সন্নিহিত জেলাগুলোকে ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করে। অথচ ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইট এই ম্যানগ্রোভ বনের জীববৈচিত্র্য এখন অস্তিত্ব সংকটে পড়েছে। ফারাক্কা বাঁধের কারণে উজান থেকে মিঠা পানির প্রবাহ কমে যাওয়ায় তীব্র লবণাক্ততায় সুন্দরী গাছ মরে যাচ্ছে। বাগেরহাটের চাঁদপাই রেঞ্জেই গত ৩০ বছরে ৭৯ ভাগ সুন্দরী গাছ কমেছে। দখল ও নদী ভাঙনে গত ১০০ বছরে সুন্দরবনের আয়তন কমেছে ৪৫১ বর্গ কিলোমিটার। সুন্দরবনের নদ-নদীর ১৭ প্রজাতির মাছের দেহে মাইক্রো প্লাস্টিক পাওয়া গেছে। প্রতিনিয়ত সুন্দরবনের ইকোসিস্টেমের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এখানকার নদ-নদীতে ডুবে যাওয়া সার ও কয়লা বোঝাই জাহাজ। বিষ দিয়ে অভয়াশ্রমসহ খালে মাছ শিকার করা হচ্ছে। চলছে হরিণ শিকার। সুন্দরবন সুরক্ষায় বন্ধ করতে হবে এসব বনবিনাশী কর্মকাণ্ড। সরকারের সদিচ্ছার কঠোর বাস্তবায়ন হলেই কেবল রক্ষা করা সম্ভব সুন্দরবনের প্রাণপ্রকৃতি। গতকাল বাগেরহাটে ‘সুন্দরবন দিবস’ পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য তুলে ধরে এসব শঙ্কা প্রকাশ করেন।

২০০১ সাল থেকে বিশ্ব ভালোবাসা দিবসটিকে সুন্দরবন সন্নিহিত জেলাগুলোর মানুষ ‘সুন্দরবন দিবস’ হিসেবে পালন করে আসছে।

সুন্দরবনকে ভালো বাসুন, সুন্দরবন সুরক্ষায় এগিয়ে আসুন এই আহ্বান জানিয়ে দিবসটি উপলক্ষে গতকাল বাগেরহাট প্রেস ক্লাব ও সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হওয়া র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেস ক্লাবের সামনে শেষ হয়। পরে বাগেরহাট প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট সরকারি পিসি কলেজের অধ্যক্ষ মো. শাহ আলম ফরাজি। বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শেখ ফরিদুল ইসলাম, বাগেরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আবদুল বাকি, সুন্দরবন পূর্ব বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মো. নুরুজ্জামান, বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, সাবেক সাধারণ সম্পাদক মো. আলী আকবর টুটুল, সাংবাদিক শেখ আছাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা নকীব সিরাজুল হক, শেখ আজমল হোসেন প্রমুখ। মোংলা ও শরণখোলা প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠন র‌্যালি, আলোচনা সভার মধ্য দিয়ে সুন্দরবন দিবস পালন করেছে। এদিকে ‘বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন’- এই প্রতিপাদ্য সামনে রেখে খুলনায় সুন্দরবন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল খুলনা প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়। বেসরকারি সংগঠন সুন্দরবন একাডেমি ও খুলনা প্রেস ক্লাব এই আলোচনা সভা আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির। বক্তব্য রাখেন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. ইউসুপ আলী, বেসরকারি সংগঠন রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন গুহ, খুলনা বিশ্ববিদ্যালয় ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নাজমুস সাদাত, খুলনা প্রেস ক্লাব সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুন রেজা, সুন্দরবন একাডেমির পরিচালক ফারুক আহমেদ। বক্তারা বলেন, দেশের সামগ্রিক পরিবেশসহ উপকূলীয় অঞ্চলের পরিবেশ ও বিপুল সংখ্যক মানুষের জীবন-জীবিকা রক্ষায় সুন্দরবনের ভূমিকা প্রশ্নাতীত। বক্তারা সুন্দরবনের জন্য আলাদা মন্ত্রণালয় ও ১৪ ফেব্রুয়ারি জাতীয় পর্যায়ে ‘সুন্দরবন দিবস’ পালনের দাবি জানান।

সর্বশেষ খবর