বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

আবোল-তাবোল বলছে আওয়ামী লীগ : মোশাররফ

নিজস্ব প্রতিবেদক

বিএনপির আন্দোলনে ব্যাপক জনসম্পৃক্ততা দেখে এবং বিরোধী দল সচেতনভাবে ক্ষমতাসীনদের প্ররোচনার ফাঁদে পা না দেওয়ায় সরকারি দলের মন্ত্রী ও নেতারা হতাশ হয়ে আবোল-তাবোল কথা বলে লোক হাসাচ্ছেন। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ‘নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে পথ হারিয়ে বিএনপি পদযাত্রা করে বেড়াচ্ছে’- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এ বক্তব্যের জবাবে এ মন্তব্য করেন তিনি। গতকাল গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ড. মোশাররফ।

খন্দকার মোশাররফ বলেন, বিএনপি শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। তা ক্রমান্বয়ে বেগবান হচ্ছে। আমরা সরকারকে পদত্যাগে ও নির্দলীয়-নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরে বাধ্য করব ইনশা আল্লাহ। তিনি বলেন, দেশের জনগণ আজ অতিষ্ঠ এবং ক্ষুব্ধ। এ কারণে তারা প্রকাশ্যে প্রতিবাদ জানাচ্ছে। সরকারের পরিবর্তন চায় বলে বিরোধী দলের সভা, সমাবেশ, মিছিলে তারা সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। হামলা, মামলা, নির্যাতন অগ্রাহ্য করে বিজয়ের লড়াইকে বেগবান করছে। সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর