সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বাংলাদেশির লাশ তিন দিনেও ফেরত আসেনি

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক শাহাবুল হোসেন বাবুর লাশ তিন দিনেও ফেরত মেলেনি। লাশ ফেরত না পেয়ে বাবা-মা, স্ত্রীসহ স্বজনরা উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন।

স্থানীয়রা জানান, সীমান্তের ফকিরপাড়া (ধরন্দা) এলাকার ২৮৫ নম্বর মেইন পিলারের ২৫ নম্বর সাব-সীমানার পাশ দিয়ে ভুলবশত শাহাবুল হোসেন বাবু নামের বাংলাদেশি যুবক ভারতের কুন্ডুপাড়া এলাকায় ঢুকে পড়েন। এ সময় বিএসএফ সদস্যরা বাবুকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। ঘটনার তিন দিন হতে চললেও এখনো বাবুর লাশ বাংলাদেশে ফেরত পাঠাতে কোনো উদ্যোগ নেয়নি বিএসএফ। এর ফলে ভারতেই পড়ে রয়েছে নিহতের লাশ।

নিহতের বাবা আবুল হোসেন বলেন, ‘আমার ছেলেকে বিএসএফ সদস্যরা গুলি চালিয়ে হত্যা করেছে এমন খবর পেয়ে শুক্রবার রাত থেকেই আমরা স্থানীয় বিজিবি ক্যাম্পে যোগাযোগ করি। সর্বশেষ ছেলের লাশ ফেরত আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য গতকাল বিজিবির কাছে লিখিত আবেদন দিয়েছি। কিন্তু বিজিবি এখন পর্যন্ত এ বিষয়ে কোনো গুরুত্ব বা পদক্ষেপ নিচ্ছে না। আমার ছেলের লাশ এখন ভারতের পুলিশের হেফাজতে রয়েছে। ছেলের লাশ দ্রুত দেশে এনে ইসলামী শরিয়ত মোতাবেক যাতে দাফন কাজ সম্পন্ন করতে পারি সেই ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি।’ নিহতের স্ত্রী বাবলী আক্তার জানান, বাবু শুক্রবার সন্ধ্যায় মেয়ের খাবার কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর রাত ১০টার দিকে প্রতিবেশীরা জানান তার স্বামীকে বিএসএফ গুলি চালিয়ে হত্যা করেছে। জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে।

সর্বশেষ খবর