করোনাভাইরাসের উৎস নিয়ে প্রথমবারের মতো জনসমক্ষে বক্তব্য দিয়েছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। সংস্থার প্রধান ক্রিস্টোফার রে বলেছেন, ‘এফবিআই বেশ কিছুদিন ধরে তদন্ত করছে এবং তাতে মনে হয়েছে চীনের কোনো একটি গবেষণাগার থেকেই কভিড মহামারির উৎপত্তি হয়েছে।’ অপরদিকে চীন এই বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। বেইজিং বলছে, চীনের ল্যাব থেকে করোনা ছড়াতে পারে- এমন দাবি করে যুক্তরাষ্ট্র নিজেদের গ্রহণযোগ্যতায় নিজেরা আঘাত করছে। সূত্র : রয়টার্স, আলজাজিরা। দুই প্রতিপক্ষ দেশের মধ্যে অনেক আগে যুক্তরাষ্ট্র দাবি করে আসছে, চীন থেকেই মহামারি করোনাভাইরাসের সৃষ্টি হয়েছে। এ দাবিকে বারবার অস্বীকার করে আসছিল চীন। তবে এবার খোদ মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) পরিচালক ক্রিস্টোফার রে একই দাবি করলেন। তার মতে, মহামারি ভাইরাসটি চীনের সরকারি ল্যাব থেকেই সৃষ্ট হয়েছে। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে এক সাক্ষাৎকারে ক্রিস্টোফার রে এই দাবি করেন। যদিও সোমবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেছিলেন, ‘কভিড ভাইরাসটি কোথা থেকে সৃষ্ট বা কীভাবে ছড়িয়েছে- তা নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারিনি আমরা।’ এ ব্যাপারে ক্রিস্টোফার রে তার বক্তব্যে এও বলেছেন, ‘আমাদের সংস্থার সব তথ্য আমি এখানে দিতে পারছি না। কারণ, অনেক তথ্য গোপনীয়।’ এদিকে রের বক্তব্যের জবাবে চীনের কর্মকর্তারা ক্ষুব্ধভাবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের দাবি অস্বীকার করেন। তারা এটাকে বেইজিংয়ের বিরুদ্ধে ‘কালিমালেপনের ক্যাম্পেইন’ বলে অভিহিত করেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং তার নিয়মিত ব্রিফিংয়ে গতকাল বলেন, ‘আবেগতাড়িত হয়ে যুক্তরাষ্ট্র আবারও গবেষণাগার ফাঁস (ল্যাবরেটরি লিক) তত্ত্ব নিয়ে হাজির হয়েছে। এতে চীনের সম্মানহানি হবে না, বরং যুক্তরাষ্ট্রের নিজের গ্রহণযোগ্যতাই কমবে।’
শিরোনাম
- ডুলাহাজারা সাফারি পার্কে হাতির আক্রমণে দুই মাহুত আহত
- ওয়াশিংটন সফরে যাচ্ছেন সৌদি ক্রাউন প্রিন্স, স্বাক্ষরিত হতে পারে প্রতিরক্ষা চুক্তি
- ইথিওপিয়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১৪
- প্রধান উপদেষ্টার সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
- সুপার ওভারের রোমাঞ্চে সিরিজে ফিরল ওয়েস্ট ইন্ডিজ
- প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক বুধবার
- গুপ্তচরবৃত্তির অভিযোগে পোল্যান্ডে অর্ধশতাধিক সন্দেহভাজন আটক
- আরও দুই জিম্মির মরদেহ ফেরত দিচ্ছে হামাস
- জুয়ার বিজ্ঞাপন প্রচার করলে বিনা নোটিশে বন্ধ হবে গণমাধ্যমের পোর্টাল : ফয়েজ আহমদ
- প্রথমবার মশা শনাক্ত হলো যেদেশে
- ফেসবুকে অপপ্রচারের অভিযোগে ফেনীতে বিএনপি নেতা বহিষ্কার
- প্রথমবারের মতো ফিফা টিডিএস ওয়ার্কশপ আয়োজন বাফুফে’র
- নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে তীব্র গোলাগুলি, এপারে আতঙ্ক
- আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল
- সিটি কর্পোরেশন হচ্ছে সাভার, কেরানীগঞ্জ পৌরসভা
- ভারতের সঙ্গে ১০ চুক্তি ‘বাতিলের’ তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা
- ছাগলনাইয়ায় ধানের শীষের পথসভা অনুষ্ঠিত
- চট্টগ্রাম বন্দরে আমদানি-নিষিদ্ধ ৬০ টন ঘনচিনি জব্দ
- রাজশাহী স্টেশনে ঢালারচর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত
- সার্টিফিকেট নয়, দক্ষ মানবসম্পদ গড়াই বাউবির লক্ষ্য: উপাচার্য