করোনাভাইরাসের উৎস নিয়ে প্রথমবারের মতো জনসমক্ষে বক্তব্য দিয়েছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। সংস্থার প্রধান ক্রিস্টোফার রে বলেছেন, ‘এফবিআই বেশ কিছুদিন ধরে তদন্ত করছে এবং তাতে মনে হয়েছে চীনের কোনো একটি গবেষণাগার থেকেই কভিড মহামারির উৎপত্তি হয়েছে।’ অপরদিকে চীন এই বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। বেইজিং বলছে, চীনের ল্যাব থেকে করোনা ছড়াতে পারে- এমন দাবি করে যুক্তরাষ্ট্র নিজেদের গ্রহণযোগ্যতায় নিজেরা আঘাত করছে। সূত্র : রয়টার্স, আলজাজিরা। দুই প্রতিপক্ষ দেশের মধ্যে অনেক আগে যুক্তরাষ্ট্র দাবি করে আসছে, চীন থেকেই মহামারি করোনাভাইরাসের সৃষ্টি হয়েছে। এ দাবিকে বারবার অস্বীকার করে আসছিল চীন। তবে এবার খোদ মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) পরিচালক ক্রিস্টোফার রে একই দাবি করলেন। তার মতে, মহামারি ভাইরাসটি চীনের সরকারি ল্যাব থেকেই সৃষ্ট হয়েছে। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে এক সাক্ষাৎকারে ক্রিস্টোফার রে এই দাবি করেন। যদিও সোমবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেছিলেন, ‘কভিড ভাইরাসটি কোথা থেকে সৃষ্ট বা কীভাবে ছড়িয়েছে- তা নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারিনি আমরা।’ এ ব্যাপারে ক্রিস্টোফার রে তার বক্তব্যে এও বলেছেন, ‘আমাদের সংস্থার সব তথ্য আমি এখানে দিতে পারছি না। কারণ, অনেক তথ্য গোপনীয়।’ এদিকে রের বক্তব্যের জবাবে চীনের কর্মকর্তারা ক্ষুব্ধভাবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের দাবি অস্বীকার করেন। তারা এটাকে বেইজিংয়ের বিরুদ্ধে ‘কালিমালেপনের ক্যাম্পেইন’ বলে অভিহিত করেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং তার নিয়মিত ব্রিফিংয়ে গতকাল বলেন, ‘আবেগতাড়িত হয়ে যুক্তরাষ্ট্র আবারও গবেষণাগার ফাঁস (ল্যাবরেটরি লিক) তত্ত্ব নিয়ে হাজির হয়েছে। এতে চীনের সম্মানহানি হবে না, বরং যুক্তরাষ্ট্রের নিজের গ্রহণযোগ্যতাই কমবে।’
শিরোনাম
- ৪৭তম বিসিএস প্রিলিমিনারি; ঢাকায় দায়িত্বে থাকবেন ১২০ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- নোভা স্কোশিয়ায় বাংলাদেশ কমিউনিটির আয়োজনে রবীন্দ্র-নজরুল সন্ধ্যা
- খুলনায় বিএনপি নেতার বাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ আজ
- রমজানের আগেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- ফেনীতে ইউনিফর্ম পরিবর্তনের উদ্যোগে কলেজ শিক্ষার্থীদের প্রতিবাদ
- পিসিবির দাবি প্রত্যাখ্যান করলো আইসিসি
- শাবিপ্রবির র্যাঙ্কিং বাড়াতে চার পদক্ষেপ নিল প্রশাসন
- টাঙ্গাইলে বিএনপি নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা
- আজ বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
- ভারতে গণবিক্ষোভের শঙ্কা, ১৯৭৪ পরবর্তী আন্দোলন নিয়ে গবেষণার নির্দেশ
- ভাঙ্গায় এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ
- লিবিয়া উপকূলে শরণার্থীবাহী নৌকায় আগুন, নিহত অন্তত ৫০
- ভারতে গেল ৩৭.৪৬ মেট্রিক টন ইলিশের প্রথম চালান
- জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ২১ ডিসেম্বর
- গাজা শহরে বৃষ্টির মতো গোলাবর্ষণ চলছে, প্রাণ বাঁচাতে দক্ষিণে ছুটছে ফিলিস্থিনিরা
- তিন বিভাগে ভারি বর্ষণের আভাস
- ১৭ বিয়ে কাণ্ডে বরখাস্ত হলেন সেই বন কর্মকর্তা
- দেশের প্রেক্ষাগৃহে আসছে ‘স্বপ্নে দেখা রাজকন্যা’
- যে কারণে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে না জাপান
- টাঙ্গাইলের পাহাড়ি অঞ্চলে বাড়ছে হলুদের আবাদ, স্বপ্ন দেখছে কৃষক
অষ্টম কলাম
করোনাভাইরাসের উৎস নিয়ে বিবাদে চীন-যুক্তরাষ্ট্র
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর