করোনাভাইরাসের উৎস নিয়ে প্রথমবারের মতো জনসমক্ষে বক্তব্য দিয়েছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। সংস্থার প্রধান ক্রিস্টোফার রে বলেছেন, ‘এফবিআই বেশ কিছুদিন ধরে তদন্ত করছে এবং তাতে মনে হয়েছে চীনের কোনো একটি গবেষণাগার থেকেই কভিড মহামারির উৎপত্তি হয়েছে।’ অপরদিকে চীন এই বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। বেইজিং বলছে, চীনের ল্যাব থেকে করোনা ছড়াতে পারে- এমন দাবি করে যুক্তরাষ্ট্র নিজেদের গ্রহণযোগ্যতায় নিজেরা আঘাত করছে। সূত্র : রয়টার্স, আলজাজিরা। দুই প্রতিপক্ষ দেশের মধ্যে অনেক আগে যুক্তরাষ্ট্র দাবি করে আসছে, চীন থেকেই মহামারি করোনাভাইরাসের সৃষ্টি হয়েছে। এ দাবিকে বারবার অস্বীকার করে আসছিল চীন। তবে এবার খোদ মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) পরিচালক ক্রিস্টোফার রে একই দাবি করলেন। তার মতে, মহামারি ভাইরাসটি চীনের সরকারি ল্যাব থেকেই সৃষ্ট হয়েছে। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে এক সাক্ষাৎকারে ক্রিস্টোফার রে এই দাবি করেন। যদিও সোমবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেছিলেন, ‘কভিড ভাইরাসটি কোথা থেকে সৃষ্ট বা কীভাবে ছড়িয়েছে- তা নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারিনি আমরা।’ এ ব্যাপারে ক্রিস্টোফার রে তার বক্তব্যে এও বলেছেন, ‘আমাদের সংস্থার সব তথ্য আমি এখানে দিতে পারছি না। কারণ, অনেক তথ্য গোপনীয়।’ এদিকে রের বক্তব্যের জবাবে চীনের কর্মকর্তারা ক্ষুব্ধভাবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের দাবি অস্বীকার করেন। তারা এটাকে বেইজিংয়ের বিরুদ্ধে ‘কালিমালেপনের ক্যাম্পেইন’ বলে অভিহিত করেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং তার নিয়মিত ব্রিফিংয়ে গতকাল বলেন, ‘আবেগতাড়িত হয়ে যুক্তরাষ্ট্র আবারও গবেষণাগার ফাঁস (ল্যাবরেটরি লিক) তত্ত্ব নিয়ে হাজির হয়েছে। এতে চীনের সম্মানহানি হবে না, বরং যুক্তরাষ্ট্রের নিজের গ্রহণযোগ্যতাই কমবে।’
শিরোনাম
- পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
অষ্টম কলাম
করোনাভাইরাসের উৎস নিয়ে বিবাদে চীন-যুক্তরাষ্ট্র
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর