সোমবার, ৬ মার্চ, ২০২৩ ০০:০০ টা

কথা বললেই দেয় মামলা : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ এখন কঠিন সময় পার করছে। একদলীয় শাসন প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে। কোনো বিষয় নিয়ে কথা বললেই মামলা দেওয়া হচ্ছে। এ ছাড়া তিনি চট্টগ্রামের সীতাকুন্ড ও ঢাকার সায়েন্সল্যাব এলাকায় ভয়াবহ বিস্ফোরণের কারণ খুঁজে বের করতে যথাযথ তদন্তের আহ্বান জানিয়েছেন। বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে বাংলাদেশের চুক্তি বাতিল চেয়েছেন বিএনপি মহাসচিব। গতকাল গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দুটি পৃথক বৈঠকে মির্জা ফখরুল বক্তৃতায় এসব কথা বলেন ও দাবি জানান। বিকালে কুমিল্লা ও ফরিদপুর  বিভাগের ইউনিয়ন পরিষদের (ইউপি) বিএনপি সমর্থক সাবেক ও বর্তমান চেয়ারম্যানদের সঙ্গে এ মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন তিনি। এর আগে দুপুরে একই স্থানে গণতান্ত্রিক বাম জোটের নেতাদের সঙ্গে বিএনপির  বৈঠক অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, সেলিমা রহমানসহ সংশ্লিষ্ট বিভাগের কেন্দ্রীয় নেতা এবং জেলার শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি এ মতবিনিময় সভায় যোগ দেন। গণতান্ত্রিক বাম জোটের নেতাদের সঙ্গে বৈঠক : দুপুরের বৈঠকে চট্টগ্রামের সীতাকুন্ড ও ঢাকার সায়েন্সল্যাব এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সরকারের ব্যর্থতাকে দায়ী করেন বিএনপি মহাসচিব। এসব বিস্ফোরণের কারণ খুঁজে বের করতে যথাযথ তদন্তের আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার ব্যর্থ হওয়ার কারণে সরকারি প্রতিষ্ঠানগুলোও ব্যর্থ হচ্ছে। এসব কিছুই মনিটরিং হচ্ছে না। বৈঠকে- গণতান্ত্রিক বাম ঐক্য ও প্রগতিশীল গণতান্ত্রিক দলের সমন্বয়ক ও মহাসচিব হারুন আল রশীদ খান, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক সামছুল আলম অংশ নেন। অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ উপস্থিত ছিলেন। এ বৈঠক শেষে প্রেসব্রিফিংয়ে মির্জা ফখরুল বলেন, পঞ্চগড়ের ঘটনার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চুপ থাকায় এটাই প্রমাণ হয়, এ ধরনের ঘটনায় সরকার উসকানি দিচ্ছে। তিনি বলেন, নাগরিকরা যখন সরকারের অপশাসনের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে, তখনই এ ধরনের ঘটনা উসকে দিয়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতে চাচ্ছে সরকার। বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে বাংলাদেশের চুক্তি বাতিল চেয়ে বিএনপি মহাসচিব বলেন, সরকার নিজেদের ক্ষমতায় টিকে থাকার স্বার্থে সম্প্রতি ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয়ের চুক্তি করেছে। যারা ইতোমধ্যে বিশ্বের অর্থনীতিতে বদনাম কুড়িয়েছে, সেই চুক্তি সম্পূর্ণভাবে বাংলাদেশের মানুষের স্বার্থের বিরোধী। এখানে বড় রকমের দুর্নীতি হয়েছে। আমরা এই চুক্তি বাতিল চাই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর