সোমবার, ৬ মার্চ, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

বালিয়াকান্দিতে অবাধে পাখি শিকার

রাজবাড়ী প্রতিনিধি

বালিয়াকান্দিতে অবাধে পাখি শিকার

রাজবাড়ীর বালিয়াকান্দিতে অবাধে চলছে পাখি শিকার। কর্তৃপক্ষের নজরদারির অভাবে এ অবস্থা চলছে। স্থানীয়রা জানান, উপজেলার বিভিন্ন মাঠ ও গ্রামের পুকুরে কারেন্ট জাল পেতে পাখি শিকার করছেন শিকারিরা। গত রবিবার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রামে গিয়ে দেখা গেছে, পুকুরে কারেন্ট জাল পেতে পাখি শিকার করছেন স্থানীয়রা। জালে মাছরাঙ্গা, বাদুর, সাদা বকসহ ১৯টি পাখি আটকে রয়েছে। এর পাশের আরেকটি পুকুরের কারেন্ট জালে চারটি মাছরাঙ্গা আটকে রয়েছে।

স্থানীয়দের অনেকে অভিযোগ করেন, শিকারিরা প্রভাবশালী হওয়ার কারণে কিছু বলা যায় না। উপজেলার বহরপুর ইউনিয়নের বরুগ্রাম বিলে রয়েছে পাখি মারার বিশাল আকৃতির ফাঁদ। অপরদিকে পাখি শিকারি হারুন দাবি করেন, তার পুকুরের মাছ খেয়ে ফেলে পাখিরা। যে কারণে কারেন্ট জাল পেতে রাখা হয়েছে। তিনি বলেন, ‘আমি বন্যপ্রাণী সংরক্ষণ আইন জানি না’। স্থানীয় এক যুবক বলেন, ‘পাখি শিকার বন্ধে বনবিভাগের কোনো অভিযান হয় না। স্থানীয় প্রশাসন সেভাবে কাজ করে না। যে কারণে প্রভাবশালীরা পাখি শিকার করছে।’ বালিয়াকান্দি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সোহেল মিয়া বলেন, পাখি শিকারের সঙ্গে জড়িতদের কঠিন শাস্তির আওতায় আনতে হবে। বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান বলেন, ‘পাখি শিকার আইনগতভাবে অপরাধ। এই অপরাধে জেল ও জরিমানার বিধান রয়েছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তার নির্দেশে জামালপুরে অভিযান পরিচালনা করে এক ব্যক্তিকে অর্থদন্ড করা হয়েছে। বালিয়াকান্দিতে এই অভিযান চলতে থাকবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর