মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩ ০০:০০ টা

পঞ্চগড়ে সংঘর্ষে ছয় মামলায় ৮১ জন গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ‘সালানা জলসা’ কেন্দ্র করে সংঘর্ষ, হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ, সরকারি কাজে বাধা, গুজব রটানোসহ ছয়টি মামলায় ৮ হাজার ১০০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৮১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে পুলিশের পক্ষ থেকে চারটি, র‌্যাব একটি ও আহমদিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় জেলা পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা। তিনি বলেন, শনিবারের তিনটি মামলার মধ্যে দুটির বাদী পুলিশের উপপরিদর্শক মাসুদ রানা ও সাইদুর রহমান। আহমদিয়া সম্প্রদায়ের তরুণ জাহিদ হাসান হত্যা মামলার বাদী ওসমান আলী। অপরদিকে রবিবার করা তিনটি মামলার মধ্যে দুটির বাদী পুলিশের উপপরিদর্শক সামসুজ্জোহা সরকার ও আলতাফ হোসেন এবং অপরটির বাদী র?্যাবের নায়েব সুবেদার আবদুস সামাদ সুবেদার। উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজের পর জলসা বন্ধের দাবিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এতে পুলিশ, সাংবাদিকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এ ঘটনায় জলসাস্থল ও চৌরঙ্গীর মোড়ে দুই তরুণ নিহত হন। পরে শনিবার রাতে তিনটি মামলা করা হয়। ওই তিন মামলায় রবিবার বিকাল পর্যন্ত যুবদল নেতাসহ ২৩ জনকে গ্রেফতার করা হয়। এরপর রবিবার রাতে আরও তিনটি মামলা করা হয়। এতে গ্রেফতার করা হয় ৫৮ জনকে। এ নিয়ে পৃথক ছয় মামলায় ৮১ জনকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ খবর