মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩ ০০:০০ টা
জীবন যুদ্ধ

সংসারের জোয়াল কাঁধে শিশু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সংসারের জোয়াল কাঁধে শিশু

দুপুরের প্রখর রোদে হাঁড়ভাঙা পরিশ্রম করছেন বাবা কুদ্দুছ মিয়া ও তার ১০ বছরের ছেলে আবদুল্লাহ। হালের গরু নেই! তাই বাবা আর ছেলেই চাষের জমিতে মই দিচ্ছেন। এ দৃশ্য দেখা যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রুটি-নূরপুর গ্রামে। টাকার অভাবে কয়েক দিন ধরে খেতে মই দিতে পারছিলেন না। অনেক জায়গায় টাকা ধার চেয়েও ব্যর্থ হয়েছেন। এমন কী মুনাফা দিয়ে টাকা ধার চেয়েও কারও কাছে টাকা পাননি। তাই নিরুপায় হয়ে ছেলেকে দিয়েই মই দিচ্ছেন কুদ্দুছ মিয়া। কুদ্দুছ মিয়া জানান, তার নিদারুণ জীবন সংগ্রামের কথা। স্ত্রী, দুই ছেলে আর তিন মেয়ে নিয়ে তার সংসার। তার আয়ের উৎস গ্রামের বাজারে ছোট একটি লন্ড্রির দোকান। দোকান থেকে যৎসামান্য আয় দিয়ে কোনোভাবে সংসার চালাতে হিমশিম খেতে হয়। কুদ্দুছ মিয়ার নিজের কোনো ধানী জমি নেই। তিনি বর্গাচাষি। এ বছর চার বিঘা জমি বর্গা নিয়ে চাষাবাদ করছেন। অর্থাভাবে ছেলেমেয়েদের পড়ালেখা বেশিদূর এগুতে পারেননি। বাবার সঙ্গেই জমির কাজে সহযোগিতা করে সন্তানরা। ভাই বোনের মধ্যে আবদুল্লাহ তৃতীয়।

সর্বশেষ খবর