শনিবার, ১১ মার্চ, ২০২৩ ০০:০০ টা
বাজার দর

বেড়েছে মাছ মাংসের দাম কমেছে ক্রেতা

নিজস্ব প্রতিবেদক

বেড়েছে মাছ মাংসের দাম কমেছে ক্রেতা

বাজারে দফায় দফায় বেড়েছে নিত্যপণ্যের দাম। এক সপ্তাহের ব্যবধানে মাছ ও মাংসের দাম কেজিপ্রতি ২০ থেকে ৫০ টাকা বেড়েছে। এ ছাড়া বেড়েছে কাঁচা সবজির দামও। ফলে অসহায় হয়ে পড়েছেন সাধারণ মানুষ। বাজারে তাদের কেনাকাটাও কমে এসেছে।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গরুর মাংস কেজিপ্রতি ৭৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ৭০০ থেকে ৭২০ টাকা। দাম বেড়ে খাসির মাংস বিক্রি হচ্ছে ১১০০ থেকে ১২০০ টাকায়। মুরগির দাম গত এক মাস ধরেই ঊর্ধ্বমুখী, এখন তা সর্বোচ্চ দামে পৌঁছেছে। সাদা ব্রয়লার এখন ২৫০ টাকা, সাদা লেয়ার ২৭০ টাকা, লাল লেয়ার ২৯০ টাকা, পাকিস্তানি কক ৩৫০ টাকা হয়েছে, গত সপ্তাহের তুলনায় যা ১০ থেকে ২০ টাকা বেড়েছে। দাম বাড়ায় নিম্নআয়ের মানুষ আলাদা করে বিক্রির জন্য রাখা মুরগির ডানা ও পা কেনার দিকে ঝুঁকছেন। সেগুলোও কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১৪০ টাকা করে। মাছের বাজারে পাঙাশ, তেলাপিয়া ও রুই মাছ বিক্রি কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা বেড়েছে। বাজারে পাঙাশ ১২০ থেকে ১৩০ টাকা, তেলাপিয়া ১৬০ থেকে বেড়ে ১৭০ টাকা হয়েছে, রুই (নলা) ২০০ টাকা থেকে বেড়ে ২৬০ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি আকারের রুই ৩০০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল ২৮০ টাকা। এ ছাড়া পুঁটি ২৪০ টাকা ও সিলভার কার্প ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এদিকে সবজির বাজারে লেবু, কাঁচামরিচসহ বিভিন্ন সবজির দামও রয়েছে বাড়তির দিকে। লেবু হালি (৪ পিস) বিক্রি হচ্ছে ৩০ টাকায়। আকারভেদে দামের তারতম্য রয়েছে। এ ছাড়া কেজিপ্রতি শসা হয়েছে ৪০ টাকা। আকারভেদে ফুলকপি ৩০ থেকে ৩৫ টাকা, শসা প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা, বেগুন প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকা, টমেটো ৩০ থেকে ৪০ টাকা, শিম প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা, করলা ৮০-৯০ টাকা, চাল কুমড়া প্রতিটি ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। লাউ প্রতিটি আকারভেদে ৬০ থেকে ৭০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৩০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, পটোল ৮০ টাকা, ঢেঁড়স ১০০ টাকা, কচুর লতি ৬০ থেকে ৭০ টাকা, পেঁপে ৩০ থেকে ৪০ টাকা, বরবটি ১০০ টাকা ও ধুন্দুল ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৬০ টাকা দরে। কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায়। আলুর কেজি বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। তবে ফার্মের মুরগির ডিমের দাম একটু কমেছে। ডজন বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়। হাঁসের ডিমের ডজন বিক্রি হচ্ছে ২১০-২২০ টাকায়। দেশি মুরগির ডিমের ডজন ১৯০-২০০ টাকা।

সর্বশেষ খবর