শনিবার, ১১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

নৌকা-হাতপাখা সমর্থকদের সংঘর্ষে আহত ১২

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে হাতপাখা ও নৌকা প্রতীকের সমর্থকদের সংঘর্ষে উভয়পক্ষের ১২ কর্মী আহত হয়েছেন।

গতকাল বেলা ১১টায় ওই ইউনিয়নের তেগাছিয়া গ্রামের মিরাবাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনাকে কেন্দ্র করে হাতপাখা প্রতীকের দুই সমর্থক মুশফিক ও বেল্লালকে হাসপাতাল থেকে আটক করেছে পুলিশ। আহতরা হলেন- নৌকা প্রতীকের সমর্থক জালাল মীর, শাহজাহান মিয়া, জিদান, রিয়াজ, রুবেল, বশির এবং হাতপাখার সমর্থক ফেরদৌস হাওলাদার, মুশফিক রহমান, সবুজ, বেল্লাল ও হিরো হাওলাদার। এদের মধ্যে শাহজালাল (৪৫) নৌকা মার্কার এক কর্মী গুরুতর আহত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের কলাপাড়া হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ জানায়, সকাল ১০টার দিকে ওই এলাকায় আওয়ামী লীগ সমর্থিত কাজী হেমায়েত উদ্দিন হিরণের কর্মীরা প্রচারণায় নামেন। একই সময় হাতপাখা প্রতীকের দুলাল খানের সমর্থকরাও প্রচারণায় নামেন। প্রচারণাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। তাতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। নৌকা মার্কার সমর্থকরা বেশি জখম হন। এ ব্যাপারে হাতপাখা মার্কার প্রার্থী মেজবা উদ্দিন দুলাল বলেন, আমরা প্রচারণায় নামলে একজনকে নৌকার সমর্থকরা তুলে নিয়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে সংঘর্ষ হয়। তাতে আমার সমর্থকরা আহত হন। নৌকার সমর্থকরা আমাদের সার্বক্ষণিকভাবে হুমকি দিয়ে আসছে। সুস্থভাবে প্রচারণায় বাধা দিচ্ছে। অপরদিকে নৌকার প্রার্থী কাজী হেমায়েত উদ্দিন হিরণ বলেন, হাতপাখার সমর্থকরা ইচ্ছা করে আমাদের গ্রামের পাশে বসে ছিল। সেখান থেকে আমার কর্মীরা প্রচারণা শেষে আসার পথে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমার কয়েকজন কর্মী গুরুতর আহত হন। তবে আমার লোকজনকে সংঘর্ষে জড়াতে দিইনি। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, সংঘর্ষের সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পাখা মার্কার দুই সমর্থককে পুলিশ হেফাজতে আনা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, ১৬ মার্চ কলাপাড়া উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর