রবিবার, ১২ মার্চ, ২০২৩ ০০:০০ টা

বাহা উৎসবে সাঁওতালরা

গাইবান্ধা প্রতিনিধি

বাহা উৎসবে সাঁওতালরা

গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতাল সম্প্রদায় বাহা উৎসবের মধ্য দিয়ে বরণ করেছে ঋতুরাজ বসন্তকে। গতকাল গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লীতে এই উৎসবের আয়োজন করা হয়। নাচ-গান মিলিয়ে এ উৎসব সাঁওতাল-বাঙালির জমজমাট মিলনমেলায় পরিণত হয়।

দিনভর পূজা-অর্চনা ও সাঁওতাল সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে বিপুল সংখ্যক সাঁওতাল নারী-পুরুষ-কিশোরী অংশ নেন। পরে স্থানীয় আদিবাসী শিল্পীদের পাশাপাশি আমন্ত্রিত সাঁওতাল সাংস্কৃতিক দলের সংগীত ও নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে সম্মানীয় অতিথি ছিলেন গাইবান্ধার পুলিশ সুপার মো. কামাল হোসেন, মানুষের জন্য ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ জাহেদ হাসান, বেসরকারি উন্নয়ন সংস্থা রংপুর-দিনাজপুর রুরাল সার্ভিস- আরডিআরএস বাংলাদেশ-এর কৃষি ও পরিবেশ ইউনিটের প্রধান মোস্তফা নূরুল ইসলাম রেজা, পরিবেশ আন্দোলন-গাইবান্ধার আহ্বায়ক ওয়াজিউর রহমান রাফেল, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক অধ্যাপক জহুরুল কাইয়ুম, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি গোলাম রব্বানী মুসা, গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবীর তনু, মানবাধিকার কর্মী অঞ্জলী রানী দেবী, আদিবাসী নেত্রী প্রিসিলা মুর্মু, সুচিত্রা মর্মু তৃষ্ণা, জাকব টুডু, থমাস হেমব্রম, মনির হোসেন সুইট প্রমুখ। এতে সভাপতিত্ব করেন বাহা পরব উদযাপন কমিটির আহ্বায়ক ডা. ফিলিমন বাস্কে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর