শিরোনাম
বুধবার, ১৫ মার্চ, ২০২৩ ০০:০০ টা

শখের পাখি থেকে টাকা

নওগাঁ প্রতিনিধি

শখের পাখি থেকে টাকা

পাখির কিচির মিচির শুনতে কার না ভালো লাগে। তবে সেটা যদি হয় নানা প্রজাতির বাহারি রঙের বিদেশি পাখি। তাহলে তো কোন কথাই নেই। নওগাঁ শহরের এটিম মাঠ সংলগ্ন উকিলপাড়া এলাকার জিল্লুর রহমান চেীধুরী নামে এক প্রবাস ফেরত ব্যাক্তি শখের বশে ২০ জোড়া পাখি কিনে পালন শুরু করেন। তবে শখ থেকে তিনি এখন বাণিজ্যিকভাবে পাখি পালন ও বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। অষ্ট্রেলিয়ার ককাটেল, দক্ষিণ আফ্রিকা লাভবার্ড, ইন্দোনেশিয়ার জাভা, জাপানের জেপি, হল্যান্ডের রিংনেক, অষ্ট্রলিয়ার গোল্ডেন ফিঞ্চসহ নানা পাখি এখন তার খামারে।

লাভবার্ড ৫ থেকে ২০ হাজার, ককাটেল ৫ থেকে ১৫ হাজার, জেপি ১০ হাজার টাকা জোড়া, রিংনেক ৫০ হাজার টাকা জোড়া, গ্রে প্যারট দেড় লাখ টাকা জোড়া বিক্রি হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর