বুধবার, ১৫ মার্চ, ২০২৩ ০০:০০ টা

ঢাকায় নেপালি উৎসব

সাংস্কৃতিক প্রতিবেদক

ঢাকায় নেপালি উৎসব

ভাষাগত, সামাজিক বা সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাযুজ্যে প্রতিবেশী নেপালের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিবিড় থেকে নিবিড়তর হয়েছে। সেই সম্পর্কের ধারাবাহিকতা টিকিয়ে রাখতে দুই দেশের শিল্প-সংস্কৃতির বিনিময়ও আরও বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বহু জাতি, বহু সংস্কৃতি ও বহু ভাষার দেশ নেপালের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উৎসবের উদ্বোধনীতে এসব বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নেপালি শিল্পকর্ম নিয়ে এ উৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। প্রদর্শনী চলবে শনিবার পর্যন্ত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর