শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩ ০০:০০ টা

আওয়ামী লীগের মতো চোর বিশ্বে পাওয়া যাবে না : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসলে আওয়ামী লীগ হলো চোর। সব ক্ষেত্রে তারা চুরি করে। তাদের চেয়ে বড় চোর বিশ্বে খুঁজে পাওয়া যাবে না। তিনি আরও বলেন, আওয়ামী লীগের ‘বডি কেমিস্ট্রিতে’ দুটো বিষয় আছে। একটি সন্ত্রাস, জোর করে সবকিছু করতে চায়। আরেকটি হচ্ছে চুরি, নির্বাচনসহ প্রতিটি ক্ষেত্রে চুরি করে। গতকাল সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক ১২-দলীয় জোটের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

জোটের সমন্বয়ক ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান আবদুল করিম আব্বাসী, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুর রকিব প্রমুখ। বিএনপি মহাসচিব বলেন, সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে ন্যক্কারজনক ঘটনা প্রমাণ করে যে, বাংলাদেশের বর্তমান অবস্থা কী। তিনি বলেন, এভাবে তারা দেশের সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। মির্জা ফখরুল বলেন, এই বাংলাদেশ আমরা চাইনি। আমাদের কিছু বুদ্ধিজীবী আছেন, কিছু পেশার লোকেরা আছেন, যারা এই সরকারকে সমর্থন করে কথা বলেন এবং চাটুকারীর চরম শিখরে চলে যান। কষ্ট হয় যে, কোন রাষ্ট্রের জন্য আমরা যুদ্ধ করলাম। এমন দেশ আমরা চাইনি। চিৎকার দিয়ে বলতে পারি, এই বাংলাদেশ আমি চাইনি। আমি চেয়েছি, সত্যিকার অর্থে গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে মানুষ কথা বলতে পারবে, সাম্য থাকবে, মূল্যবোধ থাকবে, জনগণের ভোটাধিকার থাকবে, আইনের শাসন থাকবে।

সর্বশেষ খবর