শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

শর্তে এক বছরের সাজা বাড়িতেই

নিজস্ব প্রতিবেদক, যশোর

এক বছরের সাজা বাড়িতেই ভোগ করতে পারবেন। তবে এই সময়ে মুক্তিযুদ্ধের রণাঙ্গনের দৃশ্য ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এঁকে জমা দেওয়াসহ ১০টি শর্ত পালন করতে হবে। বুধবার বিকালে এমনই এক রায় দিয়ে দুই আসামিকে প্রবেশনে মুক্তির আদেশ দিয়েছেন যশোরের অতিরিক্ত দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস। একই সঙ্গে দুই আসামির আঁকা ছবি যশোরের বিভিন্ন প্রদর্শনীতে প্রদর্শনের ব্যবস্থা গ্রহণের জন্য প্রবেশন কর্মকর্তাকে নির্দেশও দেন আদালত। মামলার রাষ্ট্রপক্ষের এপিপি জ্যোৎস্না সাহা পুতুল এ রায়ের বিষয়টি গতকাল নিশ্চিত করেন। সাজাপ্রাপ্ত দুই আসামি হলেন বেনাপোল পোর্ট থানা এলাকার আবদুল খালেকের পুত্র রমজানুল ইসলাম সিয়াম ও অভয়নগরের পোড়াখালী গ্রামের আক্কাস গাজী শেখের পুত্র শাহিন আলম। এ মামলায় রাষ্ট্রপক্ষের এপিপি জ্যোৎস্না সাহা পুতুল রায়ের বিষয়টি গতকাল নিশ্চিত করে বলেন, দুই আসামিই দোষ স্বীকার করায় আদালত তাদের প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধানে বাড়িতে থেকেই সাজা ভোগের সুযোগ দিয়েছেন। ২০১৫ সালে ৩০ বোতল ফেনসিডিলসহ যশোর সদর ফাঁড়ির পুলিশের কাছে ধরা পড়েছিলেন এ দুজন।

ছবি আঁকা ছাড়া ১০ শর্তের মধ্যে নিজ বাড়ি ও সরকারি রাস্তার পাশে গাছ লাগানো, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়াচীন বই পড়া প্রভৃতি রয়েছে।

সর্বশেষ খবর