বুধবার, ২২ মার্চ, ২০২৩ ০০:০০ টা

ঢাবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনে প্রার্থী ৫০ জন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

আগামী ২৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা। এ বছর ৫ হাজার ৯৬৫ আসনের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ৯৮ হাজার ৪৩০ জন ভর্তিচ্ছু। অর্থাৎ গড়ে প্রতিটি আসনের জন্য প্রার্থী ৫০ জন। বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে এসব তথ্য নিশ্চিত করেছেন। ২০ মার্চ ছিল ভর্তি আবেদনের শেষ দিন। ইউনিটভিত্তিক আবেদনে দেখা যায়, বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৫১ আসনের বিপরীতে ভর্তির আবেদন পড়েছে ১ লাখ ২৭ হাজার ৭৯টি। ফলে ইউনিটটিতে গড়ে প্রায় ৬৯ জন শিক্ষার্থী একটি আসনের জন্য লড়বেন। কলা, আইন, সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ১ লাখ ২২ হাজার ৮৮৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। আসনপ্রতি লড়বেন প্রায় ৪২ জন। এ ছাড়া, ব্যবসায় শিক্ষা ইউনিট ১ হাজার ৫০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৪১ হাজার ৩৬৮টি। আসনপ্রতি পরীক্ষার্থীর সংখ্যা ৩৯ জন। অন্যদিকে, চারুকলা ইউনিটের ১৩০টি আসনের বিপরীতে ভর্তির জন্য আবেদন করেছেন ৭ হাজার ৯৭ জন। উল্লেখ্য, ২৯ এপ্রিল চারুকলা ইউনিটের মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। এরপর ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর