বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ ০০:০০ টা

ভুটানের সঙ্গে ট্রানজিট চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে পরস্পরের ভূমি ব্যবহারের সুযোগ নিয়ে ট্রানজিট চুক্তিতে স্বাক্ষর করেছে বাংলাদেশ ও ভুটান। গতকাল ভুটানের রাজধানী থিম্পুতে বাংলাদেশের পক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং ভুটানের পক্ষে দেশটির শিল্প বাণিজ্য ও কর্মসংস্থান মন্ত্রী কার্মা দর্জি চুক্তিতে সই করেন। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‘প্রটোকল অব দ্য এগ্রিমেন্ট অন দ্য মুভমেন্ট অব ট্রাফিক ইন ট্রানজিট বিটুইন বাংলাদেশ অ্যান্ড ভুটান’ শিরোনামে এই চুক্তি স্বাক্ষরের ফলে বাংলাদেশের জল, স্থল ও আকাশপথ ব্যবহার করে ভুটান নির্ধারিত ফি দিয়ে তৃতীয় দেশের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য করতে পারবে। আর ভবিষ্যতে চীনের সঙ্গে ভুটানের সরাসরি সড়ক যোগাযোগ হলে তখন এ ট্রানজিট সুবিধায় ভুটানের ভিতর দিয়ে চীনের সঙ্গে বাণিজ্য করতে পারবে বাংলাদেশ। এই চুক্তির ফলে দুই দেশের ব্যবসা-বাণিজ্য আরও সহজ হবে বলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আশা প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, যুগান্তকারী এই চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে দুই দেশের ব্যবসা-বাণিজ্য আরও সহজতর হবে; বাণিজ্য সম্পর্ক নতুন মাত্রা পাবে। দুই দেশের জন্য কূটনৈতিক, অর্থনৈতিক, সংযোগ এবং কৌশলগত সুবিধা বয়ে আনবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর