বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার রামথারপাড়া থেকে এক বৃদ্ধের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সেনাবাহিনীর সহযোগিতায় পুলিশ এ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
রোয়াংছড়ি থানার ওসি আবদুল মান্নান জানান, স্থানীয়দের মাধ্যমে রামথারপাড়ার কাছাকাছি জঙ্গলে একজনের লাশ পড়ে আছে খবর পেয়ে পুলিশ সেখানে যায় এবং বৃদ্ধের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত থাং চোয়াল বম (৭৪) রামথারপাড়ার সাবেক কারবারি।
স্থানীয় সূত্রগুলো জানান, নব্য বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন ‘কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট’ বা কেএনএফ এ হত্যাকান্ড ঘটিয়েছে। বর্তমানে ওই এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন।