শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩ ০০:০০ টা

শুধু মনিটরিং করে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়

গোলাম রহমান

নিজস্ব প্রতিবেদক

শুধু মনিটরিং করে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেছেন, মুক্তবাজার অর্থনীতিতে শুধু মনিটরিং জোরদার করে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ জন্য সরকারের আর্থিক ও মুদ্রা ব্যবস্থাপনা কাজে লাগাতে হবে। তিনি বলেন, ‘রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে সরকারের বিভিন্ন সংস্থা চেষ্টা চালাচ্ছে। তবে ন্যায্যমূল্য নিশ্চিত করতে যে সংস্থাটি সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে, সেই প্রতিযোগিতা কমিশনের তেমন কোনো উদ্যোগ দেখছি না।’ গোলাম রহমান বলেন, ‘এবার পণ্যের দাম বাড়ার পেছনে আন্তর্জাতিক পরিস্থিতিও প্রভাব ফেলেছে। স্বাভাবিকের তুলনায় পণ্যের আমদানিও কম হয়েছে। সে কারণে শুধু বাজার মনিটরিং করে মূল্য পরিস্থিতি সামাল দিলে হবে না। এ ক্ষেত্রে আর্থিক ও মুদ্রা ব্যবস্থাপনার মাধ্যমে সরকার (সুবিধাজনক ডলারের রেট নির্ধারণ করে) দ্রব্যমূল্য স্বাভাবিক রাখার উদ্যোগ গ্রহণ করতে পারত। আমরা সে ধরনের উদ্যোগ বেশি দেখিনি।’ ব্যবসায়ীরা আন্তর্জাতিক পরিস্থিতির সুযোগ নিয়ে কারসাজির মাধ্যমে পণ্যের দাম বাড়াচ্ছে- এমন অভিযোগ করে দুর্নীতি দমন কমিশনের সাবেক এই চেয়ারম্যান বলেন, রোজার আগে পোলট্রি মুরগির দাম অযৌক্তিকভাবে বেড়ে গেল। এটি নির্ঘাত কারসাজি। বাজার যখন গুটিকয় লোভী ব্যবসায়ীর হাতে চলে যায়, তখন এ ধরনের কারসাজির ঘটনা ঘটতেই থাকে। এ ক্ষেত্রেও সরকারকে কঠোর হতে হবে।

সর্বশেষ খবর