মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

প্রযোজকের বিরুদ্ধে মামলা শাকিব খানের

আদালত প্রতিবেদক

প্রযোজকের বিরুদ্ধে মামলা শাকিব খানের

চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকা সাইবার ট্রাইব্যুনালে আরেকটি মামলা করেছেন চিত্রনায়ক শাকিব খান। গতকাল ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়েত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্ত করে আগামী ৬ জুনের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন।

এর আগে গত ২৩ মার্চ রহমত উল্লাহর বিরুদ্ধে ১ লাখ অস্ট্রেলিয়ান ডলার চাঁদা দাবির অভিযোগে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আরেকটি মামলা করেন শাকিব খান। আদালত মামলার অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করে আগামী ২৬ এপ্রিল রহমত উল্লাহকে হাজিরের নির্দেশ দেন। মামলা সূত্রে জানা গেছে, সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে শাকিব খানের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন রহমত উল্লাহ। অভিযোগে তিনি বলেন, ২০১৭ সালে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার শুটিংয়ের সময় এক নারী সহ-প্রযোজককে ধর্ষণ করেন শাকিব খান। এ সিনেমার অন্যতম প্রযোজক রহমত উল্লাহ।

সর্বশেষ খবর