বুধবার, ২৯ মার্চ, ২০২৩ ০০:০০ টা
যানজটের ভয়াবহতা থেকে মুক্তি কীভাবে

সরকারের ইচ্ছা থাকলেই সম্ভব

মোয়াজ্জেম হোসেন

সরকারের ইচ্ছা থাকলেই সম্ভব

বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বুয়েট) অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক মোয়াজ্জেম হোসেন বলেছেন, যানজট রাজধানীর বড় সমস্যা। এই সমস্যাটি সমাধান করে একটা পর্যায়ে নিয়ে আসতে এ জন্য সংকল্প বা যা যা করা প্রয়োজন সরকারের এই রকম ইচ্ছা এখন পর্যন্ত দেখা যায়নি। এই যানজট নিয়ন্ত্রণ করতে হলে সরকার পেশাজীবীদের পরামর্শ নিয়ে তা বাস্তবায়ন করলে সেটি নিয়ন্ত্রণ সম্ভব হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মোয়াজ্জেম হোসেন বলেন, যানজটের এমন পরিস্থিতি এক দিনে তৈরি হয়নি। অপরিকল্পিত নগরায়ণ, রাস্তার স্বল্পতা, ব্যক্তিগত গাড়ি বৃদ্ধি, ফুটপাত ও রাস্তা দখল, গণপরিবহনের অব্যবস্থাপনা এবং সমন্বয়হীনতার কারণে এই যানজট পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ জন্য সরকার, বিরোধীদলসহ সব রাজনৈতিক দল বসে সমাধানের পথে নামতে হবে। তবে প্রধানত সরকার আন্তরিক হলে এই সমস্যার সমাধান করা সম্ভব।

সর্বশেষ খবর