বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

ডাব পাড়তে গিয়ে গাছেই অজ্ঞান

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে রাতে ডাব পাড়তে গিয়ে গাছেই অজ্ঞান হয়ে যায় জিসান (১৫) নামে এক কিশোর। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ৬ ঘণ্টা পরে তাকে উদ্ধার করে। জিসানের বাড়ি পৌর এলাকার বনমালিদিয়ায়। তার বাবার নাম সামাদ তালুকদার। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে মধুখালী পৌর সদরের পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে একটি নারিকেল গাছে কিশোর জিসান ডাব পাড়তে গিয়েছিল। গাছে ওঠার পরে কোনো কারণে ওই কিশোর অজ্ঞান হয়ে যায়। নারিকেল গাছটি বেশ বড় হওয়ায় ওই কিশোরকে উদ্ধার করতে না পেরে ৯৯৯ নম্বরে ফোন করে স্থানীয়রা। পরে মধুখালী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত দেড়টার দিকে তাকে উদ্ধার করে। মধুখালী ফায়ার সার্ভিসের ফায়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, নারিকেল গাছটি বেশ বড়। আমাদের ফায়ার সার্ভিস অফিসে যাবতীয় সরঞ্জাম না থাকার কারণে ফরিদপুর জেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিটের সাহায্য নেওয়া হয়। মধুখালী পৌরসভার প্যানেল মেয়র আনিসুর রহমান লিটন বলেন, ওই কিশোর গাছে উঠে আর নামতে পারছিল না। পরে গাছেই অজ্ঞান হয়ে যায়। মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, যতটুকু জানতে পেরেছি জিসান ডাব, সুপারিসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করে। গাছটি অনেক বড় হওয়ায় সে আর নামতে পারেনি।

সর্বশেষ খবর