সোমবার, ৩ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

পিস্তল উঁচিয়ে গুলি ছোড়ার ভিডিও ভাইরাল

নাটোর প্রতিনিধি

পিস্তল উঁচিয়ে গুলি ছোড়ার ভিডিও ভাইরাল

নাটোরে জেলা বিএনপির অবস্থান কর্মসূচিতে হামলার সময় জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু হামলাকারীদের দিকে পিস্তল উঁচিয়ে গুলি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল বিকালে শহরের ফৌজদারি পাড়ার বাচ্চুর বাসা থেকে আলোচিত সেই লাইসেন্স করা পিস্তলটি জব্দ করেছে পুলিশ। শনিবার আওয়ামী লীগের শান্তি সমাবেশে হামলা মারপিট ও গুলি ছোড়ার অভিযোগে নাটোর থানায় আওয়ামী লীগের পক্ষ থেকে মামলা করা হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নিয়ন হোসেন বাদী হয়ে জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুসহ ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০ জনের নামে মামলা করেছেন। গতকাল দুপুরে নাটোর থানায় দায়ের করা মামলায় বিকালে পুলিশ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফয়সাল আলম আবুলকে বাড়ি থেকে আটক করেছে। এ ছাড়া বাচ্চুকে গ্রেফতার দাবিতে গতকাল বিকালে সমাবেশ করেছে শহর যুবলীগ। গুলি করার বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা যেভাবে হঠাৎ করে বিএনপির কর্মসূচিতে আক্রমণ করে বিএনপি অফিস ও তার বাসায় হামলা করেছেন তাতে নিজের জীবন রক্ষার জন্য বাচ্চু নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে গুলি করতেই পারেন। আত্মরক্ষার অধিকার সবার রয়েছে। প্রসঙ্গত, নাটোর জেলা বিএনপি অবস্থান কর্মসূচি পালনের জন্য নাটোর উপ শহর মাঠে মঞ্চ তৈরির সময় বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা ভাঙচুর করে পুড়িয়ে দেয়। পরে শনিবার দুপুরে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির অবস্থান কর্মসূচির সময় আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলা, উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল ছোড়া ও মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের ১৫ নেতা-কর্মী আহত হয়।

সর্বশেষ খবর