বুধবার, ৫ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

প্রথম দিনেই আইরিশদের গুটিয়ে দিল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

দিনের শেষ বলটি একটু টেনে করলেন এন্ড্রু ম্যাকব্রাইন। বাঁ-হাতি ওপেনার তামিম ইকবাল ব্যাকফুটে খেলতে পারতেন। কিন্তু সেটা না করে কমিটেড ফরোয়ার্ড ডিফেন্স খেলেন। বল ব্যাটের কোনায় লেগে ফরোয়ার্ড শর্ট লেগে ক্যাচ উঠলে মার্ক অ্যাডায়ার তালুবন্দি করেন। তামিম আউট হওয়ার সঙ্গে সঙ্গে দিনের খেলা শেষ হয়ে যায়। ৩৪ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। তার আগে বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে প্রথম দিনেই ২১৪ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। বোলার শাসিত প্রথম দিনে উইকেটের পতন হয়েছে ১২টি।

আজ দ্বিতীয় দিন টাইগাররা ১৮০ রানে পিছিয়ে থেকে খেলতে নামবে। বাংলাদেশ ও আয়ারল্যান্ডের জন্য গতকাল ছিল ঐতিহাসিক। দুই দেশ প্রথমবারের মতো পরস্পরের বিপক্ষে সাদা পোশাক ও লাল বলে টেস্ট খেলছে। ঐতিহাসিক টেস্ট ম্যাচটিতে টস জিতে ইতিহাসের পাতায় চিরস্থায়ী হয়েছেন আইরিশ অধিনায়ক এন্ড্রু বালবার্নি। টস জিতে ব্যাট করতে নেমে পঞ্চম ওভারে প্রথম উইকেট হারায় সফরকারীরা। সেই শুরু। দুই স্বাগতিক স্পিনার তাইজুল ও মিরাজের ঘূর্ণির বিপক্ষে জোড় লড়াই করতে হয়েছে সফরকারী ব্যাটারদের। তাইজুল তার বাঁ-হাতি স্পিনে একাই ধসিয়ে দিয়েছেন আইরিশ ব্যাটিং লাইন। ক্যারিয়ারের ৪১ নম্বর ম্যাচে ১১ বারের মতো পাঁচ বা ততধিক উইকেট নিয়েছেন। তার স্পেল ২৮-১০-৫৮-৫। তার উইকেট সংখ্যা ১৭১টি। মিরাজ নিয়েছেন ২ উইকেট। বাকি ৩ উইকেট নিয়েছেন দুই পেসার ইবাদত হোসেন ও শরীফুল ইসলাম। অধিনায়ক সাকিব বোলিংয়ে আসেন ৬৬তম ওভারে। বোলিং করেছেন মাত্র ৩ ওভার।

সর্বশেষ খবর