বুধবার, ৫ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

রাশিয়ায় আলু রপ্তানিতে চুক্তি

নিজস্ব প্রতিবেদক

রাশিয়ায় আলু রপ্তানি করতে সমঝোতা স্মারক সই (এমওইউ) করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। গতকাল ঢাকায় এ চুক্তি স্বাক্ষরিত হয়। এমওইউ-তে বিএডিসির চেয়ারম্যান আবদুল্লাহ সাজ্জাদ ও রাশিয়ার পক্ষে দেশটির ন্যাশনাল গ্রুপের চেয়ারম্যান আবদুস সাত্তার মিয়া স্বাক্ষর করেন।

রাজধানীর এক হোটেলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আবদুর রাজ্জাক, কৃষি সচিব ওয়াহিদা আক্তার, বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মো. বখতিয়ার, বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি, বিএডিসির সদস্য পরিচালক মোস্তাফিজুর রহমান প্রমুখ। এ সময় কৃষিমন্ত্রী বলেন, দেশের আবহাওয়া ও মাটি আলু উৎপাদনের জন্য খুবই অনুকূল। বর্তমানে বছরে এক কোটি টনের বেশি আলু উৎপাদন হচ্ছে। আমাদের প্রয়োজন বছরে ৮০ লাখ টন, বাকি ২০ লাখ টন রপ্তানি করার সুযোগ রয়েছে। আমরা সে লক্ষ্যে কাজ করছি। তিনি বলেন, রাশিয়ায় দীর্ঘদিন আলু রপ্তানি বন্ধ ছিল। এখন আমাদের আলু রোগজীবাণু মুক্ত ও নিরাপদ করেছি। এ নিশ্চয়তা পেয়েই রাশিয়া রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এ বছর খুব বেশি না হলেও, আগামী বছরে দেড় থেকে দুই লাখ টন আলু রপ্তানি হবে বলে আশা প্রকাশ করেন কৃষিমন্ত্রী।

সর্বশেষ খবর