বুধবার, ৫ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

ঘুষ ১০ লাখসহ আটক উপকর কমিশনার

নিজস্ব প্রতিবেদক

১০ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় রাজশাহীর উপকর কমিশনার মুহিবুল ইসলাম ভূঁইয়াকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রাজশাহী কর ভবনের সার্কেল-১৩ (বৈতনিক)-এর কার্যালয় থেকে তাকে আটক করা হয়। এ উপলক্ষে গতকাল রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সংস্থার সচিব মো. মাহবুব হোসেন বলেন, মহিবুল ইসলাম স্বল্প কর নির্ধারণের মাধ্যমে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে এক নারীর কাছে ৬০ লাখ টাকা ঘুষ দাবি করেন। ঘুষের অগ্রিম হিসেবে ১০ লাখ টাকা নেওয়ার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে আসামি করে দুদক রাজশাহী জেলা কার্যালয়ে একটি মামলা করা হয়। দুদক সূত্র জানায়, ডা. ফাতেমা সিদ্দিকা (৪৫) নামের এক করদাতা সর্বজনীন স্ব-নির্ধারণী পদ্ধতিতে ২০২২-২০২৩ করবর্ষের কর পরিশোধ করে রিটার্ন দাখিল করেন। এ সময় উপকর কমিশনার মহিবুল ইসলাম ভূঁইয়া অভিযোগকারীকে আয়কর অধ্যাদেশ-১৯৮৪-এর ৯৩ ধারায় মামলা দেওয়ার মাধ্যমে বিগত ২০১৮-১৯ থেকে ২০২২-২৩ করবর্ষের পাঁচ বছরের রিটার্ন পুনঃ উন্মোচন করার ভয় দেখিয়ে ঘুষ দাবি করেন। অভিযোগকারী ঘুষ দিতে রাজি না হওয়ায় গত ৮ ফেব্রুয়ারি একটি নোটিস জারি করেন মহিবুল ইসলাম। সেই নোটিস জারির পর অভিযোগকারীকে তার বিরুদ্ধে আনা স্বল্প কর নির্ধারণের অভিযোগ থেকে অব্যাহতি দিতে অনৈতিকভাবে ৬০ লাখ টাকা ঘুষ দাবি করেন। ঘুষের অগ্রিম ১০ লাখ টাকা নেওয়ার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। এদিকে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) এম এ মান্নানসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন করেছে দুদক। মামলার অন্য আসামিরা হলেন- ঋণগ্রহীতা মো. আকবর হোসেন ও বিআইএফসির ১১ কর্মকর্তা। নিরাপত্তা জামানত ছাড়াই ৩ কোটি ৭৬ লাখ ৪৬ হাজার ৩১৩ টাকা আত্মসাতের অভিযোগে এ মামলা অনুমোদন করা হয়। গতকাল একই ব্রিফিংয়ে দুদক সচিব মো. মাহবুব হোসেন মামলা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন। দুদকে অনুমোদন পাওয়া মামলাসহ মান্নানের বিরুদ্ধে ৯টি মামলা করেছে দুদক। এসব মামলায় মান্নান, তার স্ত্রী উম্মে কুলসুম মান্নান, তার পরিবারের সদস্য ও সহযোগীদের বিরুদ্ধে ১৬৩ কোটি ৪ লাখ ৬২ হাজার ৯৪১ টাকা আত্মাসাতের অভিযোগ আনা হয়। এর মধ্যে দুটি মামলায় তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুদক।

সর্বশেষ খবর