শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

অনুষ্ঠানে না যাওয়ায় কলেজে ভাঙচুর ছাত্রলীগের

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের (এমএম কলেজ) আসাদ হলে ছাত্রলীগের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ উঠেছে। হলের শিক্ষার্থীদের দাবি, কলেজ ক্যাম্পাসে সভাপতি-সম্পাদকের কর্মসূচিতে না যাওয়ায় জেলা ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে ছাত্রাবাসের বেশ কয়েকটি কক্ষ ভাঙচুর করা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন সভাপতি। তার দাবি নিজেরা ভাঙচুর করে জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে দোষারোপ করেছে।

এদিকে, ছাত্রাবাসে হামলা ভাঙচুরের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে কলেজ ছাত্রলীগের একাংশের নেতৃবৃন্দ। এ সময় তারা এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন।

ছাত্রাবাসে ভাঙচুরের ঘটনার পরে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. আবু বক্কর সিদ্দিকীর নেতৃত্বে কলেজের শিক্ষক প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ভুক্তভোগী শিক্ষার্থীদের সঙ্গে কথাও বলেছেন। উপাধ্যক্ষ প্রফেসর ড. আবু বক্কর সিদ্দিকী বলেন, ‘কলেজ প্রশাসন বিষয়টি তদন্ত করবে। তদন্ত করে ব্যবস্থা নিবে।’ যশোর কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন, ঘটনাটি জানা নেই। এমনকি কলেজ প্রশাসনও আমাদের জানায়নি। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর