শনিবার, ৮ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

নার্সকে থাপ্পড় রোগীর স্বজন আটকে রেখে মারধর

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এক নার্সকে চড় মারায় রোগীর স্বজনদের আটকে রেখে মারধরের অভিযোগ উঠেছে। এ সময় লাশও আটকে রাখা হয় বলে অভিযোগ স্বজনদের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে।

রোগীর স্বজনরা জানান, ৩ এপ্রিল রাতে মাগুরার শ্রীপুর এলাকার আনোয়ারা বেগম নামে এক নারী হৃদরোগে আক্রান্ত হলে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সিসিইউতে থাকা ওই রোগী বৃহস্পতিবার সন্ধ্যায় মারা যান। স্বজনদের অভিযোগ ওষুধের ভুল প্রয়োগে মৃত্যু হয়েছে তার। এ নিয়ে তাদের সঙ্গে কর্তব্যরত নার্সের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রোগীর এক স্বজন একজন নার্সকে চড় মারেন। এতে কর্তব্যরত নার্সরা ক্ষুব্দ হন। তাদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকরা যোগ দিয়ে মৃতের ছেলে অহিদুল ইসলাম ও তার বোনকে একটি কক্ষে আটকে রেখে মারধর করেন। অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকারসহ পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থলে যান। তার দুই পক্ষের মধ্যে সমঝোতা করে রাত ১২টার দিকে স্বজনদের উদ্ধার এবং তাদের কাছে লাশ বুঝিয়ে দেন। অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন জানান, উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। কারও কোনো অভিযোগ না থাকায় মামলা হয়নি। লাশ আটকে রাখার ঘটনা ঘটেনি বলেও তিনি জানান। এ বিষয়ে মেডিকেল কর্তৃপক্ষের কেউ কথা বলতে চাননি।

 

সর্বশেষ খবর