নিজের সন্তান অন্যের কোলে রেখে উধাও হয়েছেন এক মা। শুক্রবার দুপুরে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গালাগাঁও ইউনিয়নের ধারাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টয়লেটে যাওয়ার কথা বলে ধারাকান্দি গ্রামের আলমগীর হোসেনের বাড়িতে ঢোকেন এক নারী। এ সময় নিজের কোলে থাকা এক বছর বয়সী ছেলের মা পরিচয় দিয়ে তিনি আলমগীর হোসেনের স্ত্রী রবিলা খাতুনের কাছে রেখে টয়লেটে যান। সেখান থেকে বের হয়ে ওই নারী রবিলা খাতুনকে বলেন ‘আরেকটু রাখেন, আসতেছি’। পরে দুপুর গড়িয়ে বিকাল হলেও আর ফেরেননি ওই নারী। আশপাশের লোকজনের পরামর্শে রাত ১০টার দিকে তারাকান্দা থানায় সাধারণ ডায়েরি করেন রবিলা খাতুন। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ধারণা করা হচ্ছে, কৌশলে ওই নারী তার সন্তান রেখে পালিয়ে গেছেন। বর্তমানে স্থানীয় চেয়ারম্যান আবদুর রহমান তালুকদারের জিম্মায় রয়েছে। শিশুটির বিষয়ে সিদ্ধান্তের জন্য আদালতে পাঠানো হয়েছে। হয়তো আগামীকাল (রবিবার) বিজ্ঞ আদালত সিদ্ধান্ত দেবেন।