বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

ফুলবাড়ীতে মাইকিং করে ইলিশ বিক্রি

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে মাইকিং করে ইলিশ বিক্রি হচ্ছে। কারণ বাজারে মাছের আমদানি বেশি, ক্রেতার সংখ্যা কম। তাই মাইকিং করে বিক্রি বাড়ানোর কৌশল নেওয়া হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ব্যবসায়ীরা মাইকিং করে কম দামে বিক্রি করছেন ইলিশ। এতে ফল মিলছে। গতকাল বাজারে দেখা গেছে, ক্রেতার উপচেপড়া ভিড়। বিক্রেতারা জানান, অন্য দিনের তুলনায় গতকাল ইলিশ বিক্রি বেশি হয়েছে। ইলিশ কিনতে ক্রেতাদের প্রতিযোগিতা শুরু হয়। মেহেদী হাসান, মোজাফ্ফরসহ কয়েকজন জানান, এতদিন ইলিশের দাম বেশি ছিল। তাই কিনতে পারেননি। মাইকিং শুনে বাজারে এসেছিলেন এবং ৩০০ টাকা কেজি দরে ২৫০-৩০০ গ্রাম ওজনের ইলিশ কিনেছেন। মৎস্য ব্যবসায়ী খট্টু ও মালেক জানান, বাজারে মাছের আমদানি বেশি। কেনার লোক কম। তাই মাইকিং করে বিক্রি করা হচ্ছে। এক কেজি বা তার একটু বেশি ওজনের ইলিশ ১২০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। মাছ বিক্রেতার কাছে দাম বেশির কারণ সম্পর্কে জানতে চাইলে তারা বলেন, এগুলো বড় এবং ভালো মানের মাছ। এ মাছের স্বাদ বেশি, যার কারণে দামও বেশি।

সর্বশেষ খবর